নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♣ ♣ ♣ নিশনামা ♣ ♣ ♣

নিশাত শাহরিয়ার

আমি এক অতি সাধারণ একটা ছেলে যে স্বপ্ন দেখে অসাধারণ কিছু করার। কবিতা লিখি মনের খোরাকের জন্য , কবি হওয়ার জন্য না,তাই ছাপাবার সাহস পাই না ।সময় পেলে প্রচুর বই পড়ি।পড়তেই বেশী পছন্দ করি।নিজের ওয়েবসাইট https://www.nishnama.com/ তে এখন নিয়মিত লেখালেখি করছি। বন্ধু হতে এবং বানাতে পছন্দ করি। © নিশাত শাহরিয়ার এই ব্লগের সব লেখার (সংগ্রহীত ক্যাটাগরি ছাড়া ) সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা যাবে ।

নিশাত শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ভূতেরা আর আসে না! (কবিতা)

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫



এখন আর তোমার আমার আলাপ হয় না আগের মত,
এই নীল সাদার দুনিয়ায়
যেন ঠিক প্রথমবারের মত অপরিচিত।
পুরোনো আলাপনে আবিষ্কার করি
ভালো লাগাটুকু এখনো আছে তীব্রই!
কিন্তু কোথায় যেন সরে গেছি দূরে
তুমিও কি মনে ঠায় দিয়েছো কাউকে?
তাইতো এখন ভুতেরা আসে না খবর নিতে
হয়নি যে দেখা হবে হবে বলেও।

হয়তো সেটাই এখন ভালো মনে হবে,
তারপরও যে মনে কি যে টান রবে।
ভুলে যাওয়ার মত তোমার ছবিতে যত লাভ রিয়েক্ট,
কিংবা জানতে চাই এখনো কি আগের মত ছন্নছাড়া লাগে নিজেকে?
হয়ত নিজেকে গুছিয়ে নিয়েছো, খুঁজে পেয়েছো তোমার তুমিটাকে।
ঈর্ষান্বিত হব কিনা ভেবে পাই না,
তারপর আবার ভাবি তুমি ভালো থাকো,
যদিও আগের মত আলাপন নাই থাকুক।
ভালো থাকো তুমি,
তোমার মিস্টি হাসি, তোমার ওই পটলচেরা চোখ,
তোমার রংবেরঙ শাড়ি আর তোমার শাড়ির আঁচল,
তোমার খোলা চুল, আর তোমার খিউট হাসিটা!
ভালো থাকো তুমি, চাইনা কিছুই!
শুধু মাঝে মাঝে মনে পড়লে একটু মনে রেখো

লেখার সময় জুন ১৮, ২০১৭ -রাত ৯টা

প্রথম প্রকাশ - আমার ব্লগ নিশনামায়।
আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ রইলো! :)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪৯

নিশাত শাহরিয়ার বলেছেন: .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.