নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♣ ♣ ♣ নিশনামা ♣ ♣ ♣

নিশাত শাহরিয়ার

আমি এক অতি সাধারণ একটা ছেলে যে স্বপ্ন দেখে অসাধারণ কিছু করার। কবিতা লিখি মনের খোরাকের জন্য , কবি হওয়ার জন্য না,তাই ছাপাবার সাহস পাই না ।সময় পেলে প্রচুর বই পড়ি।পড়তেই বেশী পছন্দ করি।নিজের ওয়েবসাইট https://www.nishnama.com/ তে এখন নিয়মিত লেখালেখি করছি। বন্ধু হতে এবং বানাতে পছন্দ করি। © নিশাত শাহরিয়ার এই ব্লগের সব লেখার (সংগ্রহীত ক্যাটাগরি ছাড়া ) সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা যাবে ।

নিশাত শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

বিরামচিহ্ন (কবিতা)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৯



তোমার হাসি আমার ভাবনায় দাঁড়ি বসায়।
তোমার শরীরের বাক বিরামচিহ্ন হয়ে আমায় মোহিত করে।
আবেগ হয় স্রোতস্বিনী নদীর মত।
তুমি যতই ফারাক্কার বাঁধ বসাও কাজ হবে না,
আমার শরীরে হিরোশিমা বোমার উত্তাপ।
টের না পাওয়ার বাহানাটা কমা হয়ে মিলিয়ে যাবে, আমার কাছে। বিশ্বাস করো।
আমার মর্মবেদনা বুঝতে পারার মত মন তোমার নেই।
হবে না কখনো। হবে না।


কোলন হয়ে আমার দীর্ঘশ্বাস নিরুদ্দেশ হয়।
আমি তোমার প্রতিটি ছলাকলায় বিরামচিহ্ন বসাতে চাই।
হয়তোবা একদিন তুমি সেই দীর্ঘশ্বাসটাকে খুঁজে পাবে।
ততোদিনে পদ্মা শুকিয়ে যাবে।
আসবে না জোয়ার। হবে না জোছনা যাপন।
কাজে আসবে না তোমার অতি প্রিয় বিরামচিহ্ন।
তোমার দাড়ি, কমা, হাইফেন বনাম আমার কোলন।

বিরামচিহ্ন / নিশাত শাহরিয়ার
--৩০.০৫.২০১৩ ই

প্রথম প্রকাশ আমার নিজের ওয়েব সাইট - নিশনামা তে

ব্লগ এর উপর ব্লকের খড়গ খুলে দেওয়ার আনন্দে নিজের একটা কবিতা শেয়ার দিলাম। কেমন হল জানাবেন! ^_^

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪০

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটি ।
সুপ্রভাত

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার একখান কবিতা।শুভ সকাল।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

নীল আকাশ বলেছেন: নামকরন এভাবে হলে কেমন হতো? কবিতা - বিরাম চিহ্ন / কবিতাঃ বিরাম চিহ্ন
৬ নাম্বার লাইনে "মিলিয়ে যাবে" এর পরের অংশ পরের লাইনে গেলে কেমন হতো?
বিরাম চিহ্ন নিয়ে কবিতা লিখেছেন, কিন্তু আপনি কি বিরাম চিহ্নের ব্যবহার ঠিক মতো করেছেন কবিতায়?
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.