নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

প্রথম বিটোফেন

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

সে যদি থাকত এখানে এই মধ্যাহ্নে

আমার সব দুপুর গুলো এমন হতো না,

এমন বিষণ্ণ আকাশ

এই বিবর্ণ ঘোলাটে রং

এই ক্লান্তিতে নুয়ে আসা বৃক্ষ সারি

এ শহর কে জড়িয়ে থাকা মন্থর নদী

এই নিস্তেজ প্রকৃতি কিছুই এমন হতো না।

এই দূর প্রবাসে পর্বত সমুদ্র ডিঙ্গিয়ে শত কোটি ক্রোশ দূরে

একটি নিঃশব্দ দীর্ঘশ্বাস যা সেঁধিয়ে যাচ্ছে ক্রমশ বুকের অলিন্দ নিলয়ে

সে সব কিছুই থাকতো না,

পদ্মার ঢেউ এ রূপোর সিঁকির মত ছড়িয়ে যাওয়া ক্রান্তিয় রোদ

মিশে যেতো দানিয়ুব এর জলে,

রোদের সুখ মেখে বুজে আসা কৃষ্ণচূড়া উড়াতো মাক্সবাদীদের মত লাল পতাকা,

উত্তরের বাতাসে ই শুভ্রতা উড়াতো শিমুল—

আশ্চার্য উষ্ণ তুষার,

ওক-পাইনের অরণ্য ই কথা বলে উঠতো উদার বর্ষার;

সে যদি থাকত এখানে

আমার সব দুপুর গুলো এমন হতো না

রাত্রিগুলো বাজাতো না বিষণ্ণ রেকর্ড।



এখন আমার দুপুর গুলো ছিনিয়ে নেয় বিবর্ণ নির্জনতা

রাত্রি গুলোয় ক্ষয় হয় পুবের ছায়ার পরত;

এই অচেনা বৈরী পশ্চিমে তবু আজ এক পরবাসী পাখি

জানালার শার্সিতে ডেকে গেছে নিঁখূত ডাহুকের ডাকে

সেই থেকে বিমূঢ় হয়ে বসে আছি

আয়নায় কাঁধে থুতনী লাগিয়ে বসে আছে সে ও,

অথচ জানালার ওপাশে ঝরে যাচ্ছে বার্চের হলুদ পাতা

ঘরের ভেতর বেজে যাচ্ছে বিষণ্ণ

বিটোফেন:

পিয়ানো সোনাটা ফোরটিন!

"Some day, o miracle! a flower will blossom,

upon my grave..."

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার +++



উপরে লাল পতাকা স্থলে লালা পতাকা হয়ে গেছে। টাইপো চেক করে নিবেন :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৫

এন ইসলাম রনি বলেছেন: তাই তো দেখছি!! :O
লালা পতাকা! LOL
Thanks

২| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০

বকুল০৮ বলেছেন:
পদ্মার ঢেউ এ রূপোর সিঁকির মত ছড়িয়ে যাওয়া ক্রান্তিয় রোদ
মিশে যেতো দানিয়ুব এর জলে,
রোদের সুখ মেখে বুজে আসা কৃষ্ণচূড়া উড়াতো মাক্সবাদীদের মত লাল পতাকা,
উত্তরের বাতাসে ই শুভ্রতা উড়াতো শিমুল—

............................
সুন্দর!+

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
এই অচেনা বৈরী পশ্চিমে তবু আজ এক পরবাসী পাখি
জানালার শার্সিতে ডেকে গেছে নিঁখূত ডাহুকের ডাকে
সেই থেকে বিমূঢ় হয়ে বসে আছি
- ভাল লাগল ৷

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.