নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

মুহূর্ত থেকে মানুষ

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

১। মুহূর্ত
মুহূর্তের ভেতর মুহূর্ত ঢুকে পড়ে
দু'টি মুহূর্তের ভেতর ঢুকে পড়ে তৃতীয় মুহূর্ত
আর তাদের ভেতর চতুর্থ পঞ্চম ষষ্ঠ....
সময় কে মুহূর্তে ভাঙলে মুহূর্তের ভেতর অসীম সংখ্যক ন্যানো মুহূর্ত এসে হাজির হয়
আর মুহূর্ত গুলো ছোট হতে থাকে-
যেমন সময় ভাগ হয়ে যায় বছর মাস দিন ঘন্টায়।


২। উঠোনে
উঠোনে পায়ের ছাপ,
উঠোনে রক্তের দাগ,
উঠোনে ঋজু এক মানুষের প্রেম,
উঠোনে নরম রোদ,
উঠোনে আবাধ বর্ষা, পূর্ণিমা রাত,
উঠোনে জামগাছ ছায়া;
উঠোনে হাসিমুখ কান্নাও কিছু
উঠোনে শব
উঠোনে শিশু;
উঠোনে বিষাদ,
উঠোনে মায়ের মুখ,
উঠোনে শৈশব,
উঠোনে লেখা জন্ম মৃত্যু সব।


৩। মানবাধিকার
সভ্যতার শুরুতে মানুষ প্রথম পশুকে মানবাধিকার বোঝাতে চাইলো
বোঝাতে চাইলো তাদের মাংস ও চামড়ায় মানুষের নেয্য অধিকার
পশুরা মেনে নিলো
তারপর একে একে বিলুপ্ত হয়ে গেল সাইবেরিয়ান ম্যামথ বাইসন জলের তিমি
আর ফিরে এলো কার্নিভোরাস ডাইনোসর এর সুগঠিত দু পাটি দাঁত।


৪। মানুষ
যদি কাল ঘুম ভেঙে দেখো প্রতিবিম্বে মানুষ নয় বৃক্ষ পাখি বা অন্য কেউ,
আর তুমি লোকালয়ে নয়
কোলাহলের নগরের নয়
অরণ্যের মৌল নির্জনে ফোঁটাচ্ছো নিজস্ব মুকুল
অথবা মেঘ বেয়ে যাচ্ছো পাখিদের সাথে
তোমার পানকৌড়ি ডানা
চঞ্চু তে পলাশের রং
যেসব ই তোমার একান্ত চাওয়া..,
তারপরও ভীষণ ব্যর্থ হবে সে সব, সে সব জীবন,
পাখি হলে তুমি ঘুরে ফিরে চিৎকার করে মানুষ হতে চাইবে,
বৃক্ষ হলে চাইবে কুঠারের কাছে আত্মহননের অধিকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.