নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৪১

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

১।
তোমার ব্যালকনিতে একটা নোয়ানো বিকেল
আর ভেন্টিলেটর ভেদ করে ঢুকে পড়েছে চোরা রোদ
অঘুমে ছটফটে অন্ধকারে ফুঁটে উঠেছে একসারি আয়তচোখ।


২।
সম্পর্কের ভেতর থেকে বেড়িয়ে আসে বহুরং প্রজাপতি
এক সুমিষ্ট ঋতুতে গর্ভবতী হয়ে উঠে তারা
তারপর বাগান খায় একশো এক শুয়োপোকা।


৩।
প্রজাপতি দূরত্বে ছিলে অথচ পাখি হয়ে উড়ি গেছি দূরে,
দূরত্ব পরিমাপে ভুল হয় খুব মানুষে।


৪।
কেউ কারো নয় তবু সে তার হাতেতেই নাচে
সাপুড়ে হাওয়া বিষে নীল
আগুন তাকে জ্বালিয়েই বাঁচে।


৫।
মুছে যাওয়া ভাগ্যচিহ্নের এই শতছিন্ন করতল আবার তোমাকে চাই
একটা দাগ যে কোন মূল্যে এঁকে দিক সময়।

৬।
আমরা এক ই ভাষায় কথা বলি অথচ কেউ কারো কাছে পৌঁছাতে পারি না,
কেউ কারো কাছে বোধগম্য নই।
আমরা আসলে কথা বলি যে যার নিজের ভাষায়!


৭।
বান ডেকেছে যে নদী টা সাগর হবার সাধে
সে বড় উচ্চাভিলাসী হৃদয়পুরে থাকে।


৮।
ভালোবাসা? সে বড় ছোবল প্রিয় সাপ,
বীণের ঝড় তোলা কম্পনে বুথ নয় মোটেও
সে আসলে সাপুড়ের দম ফুরনোর অপেক্ষায়
চোয়ালে তার নীল বিষের সঞ্চয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

আশফাক ওশান বলেছেন: প্রজাপতি দূরত্বে ছিলে অথচ পাখি হয়ে উড়ি গেছি দূরে,
দূরত্ব পরিমাপে ভুল হয় খুব মানুষে।

বেশ বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.