নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

এক লাইন কাব্য !

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

১।
তাবৎ অসুস্থতা দিয়ে তুমি এক বিপর্যস্ত নেশা।

২।
চাহিদা থেকে তোমাকে ডিলিট করে দিয়েছি, এখন আর রাত হলে বালিশ টা স্পর্শ পায় না ঠোঁটের।

৩।
বিষাক্ত পারদের আয়নায় আমি নিজেকে উদার দেখতে চাই। থিওরিটিকালী মাইনাস মাইনাস এ প্লাস!

৪।
অক্ষর গুলো এখন বড় বেশি প্রতিবাদী; শব্দ থেকে বাক্যে এলেই আওয়াজ তোলে "থামো"!।

৫।
রাত ও জেনে গেছে তার দখলে নেই আর ঘুম পাড়ানোর সমগ্র অধিকার।

৬।
আয়নার সামনে দাঁড়াই আর বলি প্রতিবিম্ব ভুল হয়েছে।

৭।
এমন একটা হৃদয় চাই যেটা অংক বোঝে না।

৮।
আমি কোন কিছু ই ভুলি না, মানুষ হিসাবে যা ভুলে যাওয়া উচিত ছিল।

৯।
বৃষ্টি আর জ্যোত্স্নায় একাকার হয়ে যাচ্ছে এ রাত, এমন রাত শুধু আমার মৃত্যু স্বপ্নে ছিল!

১০।
অমরত্ব পেলে কিনে নেব, যদি তারে ভেসে আসে তোমার ঘুম ভাঙানো সকাল।

১১।
ফিরে আসার আর না আসার মাঝে কোন পার্থক্য আছে কি যেখানে চলে যাওয়ার দৃশ্য ঢুকে যায়?

১২।
জীবনের ভেতর থেকে মনের তলদেশ খুঁজি।

১৩।
আমরা মিথ্যা দিয়ে সুখ কেনার চেষ্টা করছি অথচ কিনছি অসুখ!

১৪।
ভাললাগা ছুঁয়ে গেলে চৈত্রের দুপুরেও বসন্ত রাজ্যপাট মেলে বসে।

১৫।
বৃষ্টি র অপেক্ষায় থেকে মানুষগুলো একসময় যে যার মত জলপ্রপাত হয়ে গেল!

১৬।
নদীর কাছে দুপুর চাইলেই সে মেঘ নিয়ে আসে আর সন্ধ্যা ঢুকে পড়ে হুলুস্থুল!

১৭।
টানা বৃষ্টির ভেতর সন্ধ্যা নেমে পড়লে দুপুর বিকেল সন্ধ্যাগুলো একহয়ে যায়। ভুল হয়ে যায়।

১৮।
জল থৈ থৈ চতুর্দিক অথচ বৃষ্টি অদৃশ্য !

১৯।
নিজের ভেতর আছি সর্বস্ব বোধে।

২০।
স্মৃতিটুকু মুছে গেলে তুমি আর পাথর সমান।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

আশফাক ওশান বলেছেন: একেকটা কাব্য একেকটা ফেসবুক স্ট্যাটাস!! :P :P

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

এন ইসলাম রনি বলেছেন: সবই বিভিন্ন সময়ের ফেসবুক স্ট্যাটাস :D :D

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ধ্রুবক আলো বলেছেন: লেখা গুলো খুব সুন্দর হয়েছে, চেষ্টা করুন বড় করে লেখার পারবেন..,,,,
শুভ কামনা...........

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

এন ইসলাম রনি বলেছেন: ছোট, তবু যদি ঘাশফুল হয়? কিছু ছোট ছোটই থাক না হয় সে আশায়। :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


কাব্য হলো অনেক কবিতার সংগ্রহ কিংবা কোন প্লটের উপর লেখা অনেক লাইনের কবিতা; আপনি ১ লাইন লেখে উহাকে কাব্য বলছেন, আপনার সবকইছু ঠিক আছে তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.