নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য কবিতা

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

১।
দাবীতে রেখেছো কবিতা,
ভাবলাম দেয়া বুঝি খুব সহজ!
কবিতা?! -সামান্য ই তো।
কিন্তু লিখতে যেয়ে দেখি হাতে তে নেই নিরঞ্জনা নদী,
সামনে পেছনে মরা নদীর চর,
আমার স্বপ্ন সব বালুতে গড়া ঘর!


২।
শর্ত আরোপ করো
দেহ থেকে সরিয়ে ফেলো মন
দুটোকে দিয়ো না একসাথে -সর্বনাশ হবে,
জিততে দিয়ো না একে অন্যের উপর
-অনুশোচনা পোড়াবে;
শর্ত আরোপ করো, পাঁপড়ি খসে যায় খুব সহজে,
প্রস্ফুটিত হবার আগে বেঁধে রাখো নিজেকে কুঁড়িতে সর্বোচ্চ সময়,
নিঃস্ব হতে ভালোবাসার কোন বিকল্প নেই।


৩।
গভীরে পাথর আছে
নুড়িগুলো জলের তলে বাজায় বীণা
কুয়োর পাড়ে আর বসো না,
বাজিয়ে বীণা অনেক কথা বলবে তারা-
কান পেতো না,
জল তুলে যাও, জল তুলে যাও ইচ্ছে মত,
জলের কথায় কান দিয়ো না;
উৎসমূলে পাথর আছে,
বুকের ওপর ঘুমিয়ে পড়ো গভীরে ওরা বাজাক বীণা।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

নেয়ামুল নাহিদ বলেছেন: লিখতে যেয়ে দেখি হাতে তে নেই নিরঞ্জনা নদী,
সামনে পেছনে মরা নদীর চর,
আমার স্বপ্ন সব বালুতে গড়া ঘর!

অনেক সুন্দর লিখেছেন :)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

পুলহ বলেছেন: ২ নং কবিতাটা অসাধারণ!! মুগ্ধ হলাম।
৩ নং কবিতাটা ঠিক বুঝতে পারি নি।
শুভকামনা ভাই

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

খায়রুজ্জামান সাদেক বলেছেন: মুগ্ধ হলাম।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: ২ নং টা বেশি ভালো ছিলো
সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.