নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বাহান্ন কাঠের আলমারি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

২৭।
আকাশ ও সমুদ্র একে অপরের আয়না
যেখানে তারা নিত্য সৌর রং এ নিজেকে মুগ্ধ চোখে দেখে।


২৮।
মাঝে মাঝে আয়না ও ভীষণ একটা অস্ত্র
অব্যর্থ আঘাতের দুর্বল লক্ষ্যটি তার চেনা।


২৯।
বিষন্নতা একটা রোগ, একটা মাদকীয় নেশাও।


৩০।
হঠাৎ স্বপ্নহীন হয়ে যাওয়া ব্যস্ত রাস্তায় হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার মত,
পথের উপর ই হাজার হাতরেও আর কোন পথ পাওয়া যায় না।


৩১।
প্রতিটি পরিবর্তনের সাথে একটা করে দুঃখবোধ জড়িয়ে থাকে
প্রতিটি সুখের সাথে একটা করে অচেনা শূণ্যতা।


৩২।
একসময় সব কিছু অর্থহীন হয়ে যায়।
একসময় মৃত্যু ও "প্রয়োজন" এর ভেতর পড়ে।


৩৩।
মুখ যেখানে ভয়ংকর মুখোশ সেখানে নিরপরাধ।


৩৪।
সত্যের একটা অহংকার আছে, মিথ্যার মত সে বারবার প্রকাশিত হতে পছন্দ করে না।
এজন্য ই সত্য বারবার মিথ্যার মত বলা যায় না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: ২৭ থেকে ৩৪ কেন??? ১ থেকে ২৭ গেল কই?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

এন ইসলাম রনি বলেছেন: ২৭ এখানেই আছে & ১-১৩ Click This Link ১৪-২৬ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.