নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৪৩

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

১।
কোলাহল বারণ হলে নিজ নিয়মে
নিসর্গ নেমে আসে ব্যস্ত শহরে,
ব্রিজের তল থেকে কথা বলে উঠে নদী
বাতাস প্রতিধ্বনি তোলে আপন অক্ষরে।


২।
পৌষের কুয়াশায় ভেজে বসন্তের ফুল,
নিজেকে গুটিয়ে রাখা পাঁপড়ি জানে
নিজস্বতায় নিমগ্নতা এক সোনালী অসুখ।


৩।
খসে পড়লো পালক সূর্যাস্তেরও নেই আর বাকি
হাত ছানি দিয়ে ডাকে দূর নক্ষত্ররাজি।


৪।
বৃষ্টি আর প্লাবনের উঠোন ডিঙিয়ে চলে যায় রাত
চোখের পারদে জেগে থাকে জলমগ্ন প্রপাত।


৫।
আয়নায় মানুষ নিজের বিরুদ্ধে দাঁড়ায়
তার থেকে বেশি স্ববিরোধী সমঝোতায়।


৬।
যে নদী একবার জায়াগ বদ্বীপ বুকে
তাকে ভেঙে যেতে হয় সহস্র শাখায়,
তবু সব নদী সমুদ্রে এলে নীল হয়
মানুষ নীল হয় নিঃসঙ্গতায়।


৭।
ইজেলে নদী আছে
গল্পে নদী আছে
চোখে নদী আছে
বুকে পাথরের কথা জলধ্বনি আছে।


৮।
ঝাপসা হয়ে আসে প্রিয় নাম সম্বোধন
দাঁড়িয়ে স্মৃতি বিস্মৃতির কাছে
ভাবি তুমি হয়তো কুয়াশা দিনের মত
অচেনা ভীষণ।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.