নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

স্বগতোক্তি

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

১।
আমি এমন এক দেশে যেতে চাই যেখানে কোন মোটরগাড়ি পৌঁছায় না,
নেই কোন রেল ও, নৌকা ই একমাত্র পথ।
যেখানে এক ঋতু বর্ষা,
আর জোয়ার ভাটার নদীর বাঁকে বাঁকে ঘন বন,
জলামাঠের ধারের সবুজে নির্ভয়ে ঘুরে বেড়ায় হরিণের পাল,
উজান বাইলেই গঞ্জের হাট, আর বন চিরে দক্ষিণমুখী নদী পেরলেই বিশাল সাগর!
যেখানে চাওয়া রা সীমিত। আর জীবন সহজ।


২।
এতো তীব্র ঘুম লুকিয়ে আছে আমি যদি ঘুমতে যাই
তবে আমাকে হয়তো পুরো একটা দশক ই ঘুমতে হবে।
যদি লিখতে যাই সেই ঘুমের কারণ,
মার্কেস এর সাথে মিল রেখে লিখতে হবে পেছনের নির্ঘুম একশ বছর।
আমরা জেগে ওঠার আগেই মারা যাই,
আর ঘুমনোর আগেই ডাক পড়ে ফেরার।
জেগে ওঠা বা ঘুমনো কোনটাই হয় না আমাদের!


৩।
নিখাঁদ শুন্যে কোন অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই জ্ঞানের।
নেই কোন সুখ দুঃখ কষ্টের অনুভূতি।
এমন প্রমান শুন্যে কখনো পৌঁছানো যায় না।
পৌঁছানো মানে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে সব বিলীন হয়ে যাওয়া।
অথচ আমি চোখ বন্ধ করে সহস্রবার বিলীন হয়ে চেয়েছি শুন্যতার অনুভব!


৪।
অন্ধকার কেটে এগোচ্ছি,
সে কি কোন আলোর পথে নাকি আর এক অন্ধকারে?
চেয়েছি গল্প কথক হতে, অথচ হয়ে গেছি শ্রোতা,
অভিনেতা থেকে দর্শক,
প্রেমিক থেকে বেয়োনেট চার্জকারী সৈনিক!
সবাই যখন বাহবা জলে বনসাই হাতে হাতে
আমি তখন মহীরুহ হতে চেয়েছি -
আপন আলয় আপন উঠোনে
আপন মেধা ও বোধে, নিজস্বতায় নিজস্ব উদ্যানে,
অথচ আমার হাতে পড়ে আছে গভীর কুঠারের ছাপ!


৫।
একদিন চিঠি ছিল, ছিল চিঠির দুপুর..
প্রতিউত্তরের দীর্ঘ সন্ধ্যা রাত !
অপেক্ষার সুদীর্ঘ প্রহরে যাদুর ডাকপিওনের ডাকে দরজা পর্যন্ত পাখি হয়ে যাওয়া..
খুব বেশি দূরে নয় এখানেই জীবন ছিল,
ছিল প্রেম, মৃত্যু, আমৃত্যু মায়া,
এখানেই সরল তাঁত সুতোর পর সুতো জুড়ে বুনে গেছে জীবন ইতিহাস।


৬।
দু চোখ ঘুমে ভরে আছে,
একদিন ঘুমবো সেই কাক্ষিত ঘুম।
তার আগে কোলাহলে সামিল হতে চাই।
দৃশ্যমান নক্ষত্রদের ভিড়ে লোকমুখে কোন এক নক্ষত্র হবার আগে
দেখতে চাই দু হাতে নিয়ে তোমার মুখ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

এহেছানুল হক মিলন বলেছেন: ভাল লিখেছেন ভাই

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: মনে হয় মৃত্যুর পর এমন একটা দেশ পাওয়া যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.