নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৪৫

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

১।
অন্ধকারে সাজিয়েছি ঘর দুয়ার
সমুদ্র পর্বত অরণ্যরাজি,
ভীষণ নিঃস্ব হয়ে আছি সবটুকু জুড়ে।


২।
কষ্ট গুলো ঝড়ে ঝুড়ে ফেলে শুন্য হাত পা,
অথচ পোড়াচ্ছে এই শুন্যতা!


৩।
ঝরাপাতার স্বাধীনতা পুড়ে যায় উনুনের আঁচে,
আমারো ক্ষণিক মুক্তি, ক্ষণিক উড়া দু লাইন শব্দের মাঝে।


৪।
হাত বাড়ালে নিঃস্ব হবো,
মুঠো ভরে যাবে শুন্যতার হাহাকার -
এ ভয় বুকে আছে,
তবু প্রায় ই মানুষ আগুনে হাত রাখে!


৫।
ক্লান্তি গুলো দুপুর বাড়ির ছাদে
নূপুর হয়ে বাজে,
ঘুম আসে না, তন্দ্রা জড়ায় নীরব অবসাদে।


৬।
এমনই লাল চাদর জড়িয়ে সন্ধ্যা চলে যায়
প্রস্থানের পথে পুঞ্জিভুত অন্ধকার রেখে!
এ যেন জীবনেরই রূপ
অহংকারের রং এ চোখ ধাঁধিয়ে চলে যায় যাবতীয় সুখ।


৭।
কিছু মিথ্যা সত্য থেকে ভালো,
যদিও সময়ের সাথে সাথে তারা অপ্রতিরোধ্য প্রলয়ংকরী ক্ষমতার হয়ে ওঠে
পৃথিবীর ভেতর লুকানো ফাঁটলের মত।


৮।
ভেতরে কোন মাটির গন্ধ পাচ্ছি না
যে নিজেকে ভাঙতে দেবো,
গড়ার অনুকূল স্রোতে সাজিয়ে নেব পুনঃবার;
পোড়ামাটির পুতুল, ভাঙনেই যত ভয়-
ভাঙলে মাটি অথবা পুতুল কোনটিই নয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

কালো আগন্তুক বলেছেন: আপনার অনুকাব্য পড়ে ভাল লাগল। আমার ধারণা নামে অনু হলেও কথাগুলো খুবই গভীর।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: অনুকাব্য ভাল লাগল !

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: :|
দারুণ!
সব কাব্য শুভেচ্ছা রইল কবি। !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.