নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আচ্ছন্ন কাব্য

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

১।
সৃষ্টি আর ধ্বংসের ভেতর থেকে একমাত্র জীবন পায় কল্পিত ফিনিক্স।
ধ্বংসের মধ্য থেকে আমাদের যে শুরু সেখানে শুধু ই ক্ষতের দাগ,
শুশ্রূষা র লুকানো আকাঙ্ক্ষা -যা বরাবর ই প্রত্যাখ্যান করেছে আমাদের অভিমানী হাত।
শক্তি ও সম্পর্কের বিনাশহীন রূপান্তরে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি হস্তরেখায়!


২।
পূর্ণ পূর্ণিমা থাকুক কবিতা উপন্যাসে, থাকুক অন্য সবার স্বপ্নে। আমি চাই ম্লান জ্যোৎস্নায় স্তব্ধ শহর।
একা একটা শহর।
ফিনিক ফোটা জ্যোৎস্না আমার(প্রিয়) নয়। কখনো ছিলোও না।
অজনপ্রিয় ম্নান বিষণ্ণ সে জ্যোৎস্না নিয়ে আমি কোথাও পৌঁছাতে চাই না। -
কারো কাছে না।
না কোন দরজায় কোন স্বপ্ন নিয়ে।
আমি শুধু পৌঁছাতে চাই নিজের কাছে।



৩।
আলো থেকে দূরে, তবে অন্ধকারেও নয়,
অস্পষ্ট ছায়ায় -আলো যেখানে কোমল এবং মায়াবী হয়ে আছে
এমন এক ছায়া নির্জন সন্ধ্যা যেখানে চিরস্থির
সেই অদ্ভূত জগৎ এ আমার চির বসবাস,
বিষন্নতার খুব কাছাকাছি... যখন আমি বিষন্ন নই তখনো।
আমি বরাবর ই কিছুটা আড়াল চেয়েছি
চেয়েছি স্পর্শের সীমায় অস্পর্শী থাকার সমগ্র অধিকার।



৪।
তোমাকে নিয়ে লিখতে পারি সুনীল থেকেও বেশি
যদিও হাতে নেই নীরঞ্জনা নদী
বুকে নেই সুখপাখির পালক
এক যমুনা শরৎ...
বৃক্ষের ধৈর্য নেই পায়ে
বুকপকেটে নেই আকাশের আমন্ত্রণ;
সমুদ্র নদী আকাশ এক হয়েগেছে সহদরের মত
বায়সের কন্ঠে ডেকে গেছে রাতের রং এ,
জোয়ারে তছনছ উপকূল
বিধ্বস্ত বন্দর
তবু প্রত্যাশায় রেখেছি এক সমুদ্র।



৫।
বর্ষার তুমুল উপস্থিতি জলের অক্ষরে লিখে যাচ্ছে মহাকাব্য,
বৃষ্টি ভিন্ন কোন ভাষা নেই এই চরাচরে,
কোন শব্দ, কোন সুর!
অরণ্য গভীরে জলের শব্দ ছাপিয়ে মাঝে মাঝে ডেকে ওঠে ভেজা ডানার পাথি
হরিণের পায়ে বেজে ওঠে জলের নূপুর
অষ্টপ্রহর বৃষ্টি আচ্ছন্ন স্থির ছবি হয়ে থাকে দূরের গ্রাম
ফিরে আসে মন্থর নদীর বান ডাকা হারানো যৌবন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

আনু মোল্লাহ বলেছেন: বেশ সুন্দর লেগেছে।
ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪

মোস্তফা সোহেল বলেছেন: চার নংটা বেশি ভাল লেগেছে।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.