নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৪৭

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

১।
নিজেকে ক্রমশ খুঁড়ে মানুষ
এক অন্ধকার কুয়ো ছাড়া আর কি পায়?
শেষে দীর্ঘশ্বাসে শুন্যতা নিজেকে জানায়..


২।
ভালোবাসা হলো না এ জীবনে
তবুও তো তাকে দেখে গেল কেউ,
এটাও সুখ অন্তত মরিচিকায়
জলের ছবি দেখেছিল সেও।


৩।
কিছু দুঃখ রা অশ্রু হয়ে যায়
কিছু উজ্জ্বল মুক্তো হয়ে গেঁথে থাকে বুকের খাঁচায়।


৪।
বলা হয়নি কিছুই যা ছিল বলার,
নৈঃশব্দের ভেতর জেনেছি
একমাত্র নীরবতা ই
অনুভূতির যথার্থ অনুবাদ।


৫।
সমস্ত মৃত্যুই স্বাভাবিক
এক জন্ম ই অতিপ্রাকৃত মনে হয়,
জন্মান্ধ কোষের ভেতর থেকে জেগে ওঠে অন্য মানুষ
হাসে হাঁটে কথা কয়!


৬।
বিশ্বাসী প্রেম বুকের বুননে
রেখে গেছে চতুর ক্ষত,
নতুন জলের স্রোত যেটুকু ছেঁড়ে
সবই পুরনো -অদেখা আঘাতের মত।


৭।
স্বপ্নে বাঁচি না দুঃস্বপ্নে কিছুটা বাঁচি
যেখানে আজো মৃত্যুকে ভয় পাই,
ছটফট করি ঘুম ভেঙে যাক
জেগে বুঝি না স্বপ্নের হতাশায় দুঃস্বপ্নে কেন জীবন কে চাই!


৮।
পরাজয়ের বোধ বা গ্লানি কোনটিই নেই,
পড়ে নেই অনুশোচনায়,
এক শুধু দীর্ঘায়ু চাই, আরো কিছু সৌরবছর,
মানুষে বেঁচে থাকা সম্ভব সর্বোচ্চ যতটা সময়।






মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: চমৎকার!
শুন্যতা< শূন্যতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.