নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৪৮

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

১।
হঠাৎ অন্ধকার করা এক অসময় সন্ধ্যা নেমেছে,
ছাদের উপর বৃষ্টি হাঁটছে এলোমেলো পায়,
টুপটাপ ঝিরঝির ঝরঝর
হরেক শব্দ শুনি শুয়ে আমার চিলেকোঠায়!


২।
বরুনার কথা শুনেছিল যারা
তারা কি কখনো সুনীলের জন্য দুঃখ পায়?
নাকি তস্কর প্রেম দখল নিলো
আরো কিছু সুনীল হৃদয়?


৩।
তাসের রাজ্যে চলছে তুমুল দাপট,
গড়ার থেকে ভাঙ্গাই দেখি সুখ!
আমরা পারিনি, নদীর গভীরে কাদাজলেও
মুক্তোর দোকান দিয়েছে একটি ঝিনুক!


৪।
সারাদিন বৃষ্টির দখলে
একটাও দেখিনি ভেজা ডানার পাখি
সন্ধ্যা নামার ক্ষণে ছাদের কার্নিশে
হঠাৎ দেখি একটি ডাহুক!


৫।
ভালোবেসে তরুণেরা নষ্ট হয়ে গেছে সব
কেউ হয়ে গেছে কবি
কেউ বা বুকের কপাটে তালা ঝুলিয়ে দিব্যি আছে
ভেতরে তোমার ছবি..!


৬।
বুকের মাঝে এতো চোরাবালি,
এতো লুকানো ফাঁটল, অকারণ ঢেউ,
মস্তিষ্কও জানেনা সে সব কারণ।


৭।
সিঁড়ি বেয়ে উঠতে থাকি আর
ভেতরে ভেতরে গুটিয়ে যাই
সময়ের বিবর্তনে আজ অক্ষত নেই
তোমাকে দেবার একটি হৃদয়।


৮।
আকাশে জ্যোৎস্নাহীন একটা চাঁদ, নীচে ঘুমন্ত একটি শহর।
বহুদিন আর দেখিনা এইসবরাতে গান গেয়ে ঘরে ফিরছে কেউ!
অচেনা মানুষ, পৃথিবীতে সুখ কি বিলুপ্ত প্রায়?
ভৌতিক সুরে কেঁদেছিলো একটি কুকুর গতরাত দেড়টায়!




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


অনুকাব্য লিখে কেহ ইতিমধ্যে কবি হয়েছেন?
মালটিপল চয়েস পরীক্ষা চালুর হবার পর, সবকিছু ছোট হয়ে যাচ্ছে!

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

এন ইসলাম রনি বলেছেন: হাহাহা.. কেউ কবি হয়েছেন কিনা জানি না তবে অনেকের ই কিন্তু অনুকাব্য আছে।
আর আমি কবি বা উপন্যাসিক হওয়ার থেকে নিজেকে একজন পাঠক হিসাবে দেখতে পছন্দ করি। এরপরও যেটুকু লেখালিখি সেটা শুধু নিজের ভালোলাগার জন্য, কারণ লিখতে ভালোলাগে।
আমার এ অনুকাব্য কে একরকম অক্ষমতা ধরে নেয়া যায়, যেখানে জোড় করে টেনেহিঁচড়ে বড়করার থেকে দু লাইনে থেমে যাওয়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে। :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

আকিদা আফরোজ বলেছেন: :-B

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: তাসের রাজ্যে চলছে তুমুল দাপট,
গড়ার থেকে ভাঙ্গাই দেখি সুখ!
আমরা পারিনি, নদীর গভীরে কাদাজলেও
মুক্তোর দোকান দিয়েছে একটি ঝিনুক!

সবগুলোই ভাল । এটা বেশি ভাল লেগেছে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.