নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৪৯

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯

১।
বেলা শেষে সন্ধ্যা আসে স্বভাব অন্ধকারে
আমাদের কোন অতীত নেই যত ই জোর দিয়ে বলি
স্মৃতির ধূপকাঠি তে ফিরে আসে সৌরভ
সুচতুর অন্ধকার হেসে যায় আলোর নগরে।


২।
এক শূন্যতাই ভাগ হয় না
আমরা তবুও দেয়াল তুলে দাঁড়াই
দেয়াল দিলেই আড়াল, চালা দিলেই ঘর,
ঘর কি শুধুই আপন হতে জানে?
মাঝে মাঝে সে শূন্যতাকেই ভীষণভাবে আপন করে আনে!


৩।
মানুষের শূন্যতা বুকে না মস্তিষ্কে
মানুষ উপসংহারে আসতে পারেনি জানো?
শূন্যতাকেই সমুদ্রের ডাক ভেবে মানুষ
শামুকের খোলসে কান রাখে আজো।


৪।
কিছু স্বাধীনতায় পতন ও লেখা থাকে,
সুতো ছিঁড়ে যাওয়া ঘুড়িই জানে
নাটাই এর শাসনের মানে।


৫।
তুমি যেখানে মুখ গোঁজো সেখানে আমার শরীর,
তোমার অলক্ষে মুছে দিচ্ছি বৈরী বাতাস- দীর্ঘ পথভ্রমণের দাগ;
আমি এক বিলের মাঝে লুকনো পুকুর
তোমার পালকের ভাঁজে সাজিয়ে দিই জলের ওম, একটা দুপুর।


৬।
বিলের ভেতর ঘুমিয়ে আমার দুটি চোখ
বিলে এখন নলখাগড়ার ঝোপ
জলের খবর চোখ দু'টোই জানে
আকাশ টা উপুড় হয়ে খুঁজতে থাকে প্রতিচ্ছবির মানে...


৭।
বৃষ্টি এলেই মন ভালো হয়ে যাবে এমন ছিল না আগে
আমার এখন অদ্ভূত ভাবে সন্ধ্যা ভালো লাগে !


৮।
মানুষের মানচিত্র থেকে রক্ত ঝরছে
মানুষের মানচিত্রে ধাতব ঝনঝন,বারুদের ঘ্রাণ
মানুষের ভেতর দাঁড়িয়ে হাসছে অমানুষ ঈশ্বর।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.