নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৫০

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

১।
যখন বাইরে বেড়চ্ছি ঠিক
মেঘে মেঘে নেমে গেল বৃষ্টি হুলুস্থুল
নারিকেলের পাতায় অনুপস্থিত শেষ রৌদ্দুর..


২।
বৃষ্টি এসে ফিরে যাচ্ছে
হঠাৎ তুমি ফিরে এলে-
সবুজ স্কুল ড্রেস তোমার,
সাল টা দুই হাজার চার
স্থির হয়ে আছে স্মৃতির ক্যালেন্ডার!


৩।
মানুষের ভেতরও একটা আকাশ থাকে
আসলে আকাশ নয় টলটলে জল,
একটা অতল দিঘী -আকাশ কে ধরে থাকা অবিকল!


৪।
আয়নাকে মিথ্যে মনে হলে
আছে দেয়ালে বাঁধানো ফ্রেম, ফ্যামিলি অ্যালবাম,
তার থেকেও বড় সাক্ষী নিজের মন
আমি যেখানে যুবক থেকে যাবো বেঁচেগেলে পুরো চুরাশি বছর।


৫।
এলোকেশী মেঘ আজো এসেছিলো দুপুরের কাছে,
মানুষগুলো মেঘ কে ভুলে বৃষ্টিকেই ভালোবাসে !



৬।
প্রতিটি মানুষের ভেতর একটা করে আর্টগ্যালারী থাকে,
একটা করে মিউজিয়াম,
একটা লাইব্রেরী, একটা কবরস্থান;
কিছুটা স্বপ্নপোড়া ছাই, একটা অশ্রুসিক্ত শ্মশান।


৭।
মানুষের চিন্তাগুলো পড়তে নেই
দেখতে নেই মানুষের অন্তস্থ ঘর,
কে জানে কার ভেতর
পড়ে আছে মৃত পাখির শব।


৮।
এইসব অস্থিরতা ভাবি শব্দতে ঢাকে !
অথচ তারা আরো প্রকট হয়ে যায়,
গাঢ় হয় রাত, মেঝেতে পড়তে থাকে এলোমেলো পায়চারি ছাপ!


মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

সোহাগ সালেহ বলেছেন: সবগুলো অনুকাব্যই ভালো লেগেছে। তবে, 'মানুষের ভেতরও একটা আকাশ থাকে'..... এইটা সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ লেখককে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: সব গুলোই অনেক অনেক সুন্দর :)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.