নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৫২

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

১।
হাঁটছি শুধুই ভুলের পথে
ভুল শহরে বুক পকেটের ভুল ঠিকানায়
চোখের নিচে আটকে আছে নিদ্রাহীন-নেশার প্রিয় হাত
বুকের ভেতর হন্যে স্রোতে জলের পদচ্ছাপ।

২।
আকাশে মেঘ নেই একটুও, আলোয় আলোয় হাসছে শীতের দুপুর,
তবুও বাতাস নীরব, শুনশান ছুটির শহর,
দূরের বাড়ির ছাদে রোদ পোহায় এক ঝাঁক সাদা কবুতর!


৩।
পর্দাবন্দি আলো-অন্ধকার ঘরে সন্ধ্যা বসে আছে
তবুও জানালার পর্দা সরাচ্ছি না
বাইরে কোথাও না কোথাও এখনো বেঁচে আছে একটা বিকেল..


৪।
দুঃস্বপ্নে হারিয়ে গেছি।
এখন কোন স্বপ্নে নয়, বাস্তবে নয়,
দুটোতেই রক্তক্ষরণ, দুটোতেই ভয়।
তাহলে ফিরছি কোথায়?

৫।
এ কেমন অসুখ আমার মিথ্যা বিশ্বাসে,
এ ই রোদ, এ ই মেঘে মেঘে অদৃশ্য ভাঙচুর;
এ ই এলোমেলো সব, এ ই গোছানো বর্ষা সুখের জানালায়!

৬।
শুধুমাত্র এই অস্তিত্বটুকু সত্য,
চোখের বাইরে কোন পৃথিবী নেই..

৭।
বৃষ্টিতে ভেসে যাচ্ছে সময়
পুকুর, বাড়ি, দূরের মঠ..
ছাদের টেবিলে পূর্ণতার সুখে
বৃষ্টি ধরায় উন্মুখ একটা চায়ের কাপ..


৮।
ভালো লাগা ধরে রাখতে পারিনা কেন?
বরফের মতো গলে যায় প্রিয় সব!
প্রত্যাশার শিরা উপশিরা
বুকে চেপে ধরা শূন্য শেকল।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ --- না দিকেই ভালো হয়।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

সাইন বোর্ড বলেছেন: অতলের কথা, নিজেকে ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ......বেশ ভাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.