নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বাহান্ন কাঠের আলমারি

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

৩৫।
দুঃস্বপ্ন এক কানাগলি, যেখানে বাস্তবতা দেয়াল হয়ে থাকে।


৩৬।
সত্য জগৎ এর সব থেকে শক্তিশালী মুখোশ। সব থেকে কঠিন ছদ্মবেশ।


৩৭।
অধিকাংশ ক্ষেত্রে মুগ্ধতা অন্ধত্বের অপর নাম।


৩৮।
দূরের আয়না বরাবর ই মিথ্যা বলে।


৩৯।
সত্য যেখানে সংঘর্ষপ্রিয় সেখানে মিথ্যা ই একটা উত্তম মধ্যপন্থা।


৪০।
স্বপ্নে সবাই অশরীরী।


৪১।
কথা বলা একটা নেশা, নেশা কেটে গেলে পড়ে থাকে অপ্রস্তুত নীরবতা।


৪২।
মানুষের পৃথিবীতে টিকে থাকার যে নিয়ত লড়াই তার পুরোটাই মানুষের সাথে, প্রকৃতির সাথে তা সামান্য ই।


৪৩।
আমাদের সব অতীত গুলোই স্বপ্নের মতো, অথচ বর্তমান বরাবর ই দুর্বিষহ !


৪৪।
মানুষ একটা অতৃপ্ত প্রাণী। তার সব সন্তুষ্টিই সাময়িক।






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


অপ্রয়োজনীয় ডায়ালগ

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.