নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৫৩

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

১।
অবসরের অপেক্ষার প্রহসনে শেষ হয় সব অবসর
গাঢ় স্তব্ধতার ভেতর ডানা ঝাপটায়
ছাদে পথ ভুলে আসা রাতের কবুতর।


২।
বোকা আঙুল বকবক করছে খুব,
মন চুপ -কথা বলছে না একটুও,
মাথায় জট পাকাচ্ছে অবুঝ সুখ!!
ছোরা গাঁথে কে কার বুকে?
আমি না সে, দ্বন্দ যখন আয়নার সামনে ও ভেতরে?


৩।
শার্টের ভেতর রেখেছো লাল চুড়ি পরা হাত
কাঁধে থুতনির চাপ,
পেছনে ফিরছি না
বুকের গভীরে সুখের মত ব্যথা কিছু থাক।


৪।
পাতা ঝরা বনে বিষাদ মাখছে কেউ
তবে সে অবশ্যই অরণ্য নয়,
বাতাসের যে হাহাকার মনে হয়, শূন্যতার যে আর্তনাদ
তার পুরোটাই মানুষের ভুল,
মানুষে পরিচয় নেই জীবন বদলে নেওয়ার
এই পাতা ঝরা সুখ।


৫।
নদী মানেই পথ
তবু নদীর কাছেই থমকে গেছে চলা,
নীরঞ্জনা তীর তুমি জানো মানুষে আসলে পথ নয়
পথের ছলে তোমার খোঁজেই চলা?


৬।
চিহ্ন ফেলে যাই পিছে, যদি কেউ খোঁজে!
বার বার পেছনে তাকাই,
এক আমি ছাড়া ওদের খোঁজে এমন কেউ নাই।


৭।
কি কথা থাকে আর কি বলা হয়
মস্তিষ্কের ক্যালেন্ডারে আটকে থাকে অবুঝ সময়।


৮।
ক্ষয়ে গেলে দাগ থাকে, আমি শুধু ধূলো হয়ে যাই!



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

সোহানী বলেছেন: ভালো লাগলো অনুকাব্য.....+++++++

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: শুভ বসন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.