নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতার স্তুপ থেকে-১৮

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

জলের উপর ভটভট শব্দে চলে যাচ্ছে শ্যালোইঞ্জিন নাও, আর তার ঢেউ এসে পড়ছে তীরে।
এখানে এসে মনে পড়ে গেল আমরা আসলে কখনো নৌকার অপেক্ষায় ছিলাম না।
যাওয়ার ছিলো না কোন দূর দেশ।
অপেক্ষা ছিলো এই মন্থর নদীতে একটুখানি ঢেউ এর!
--------------------------------------------------------------------


যত ই এগিয়ে যাই পেছনে পায়ের ছাপের সাথে রেখে আসি কিছুটা নিজেকে।
কিছুতেই সম্পূর্ণ টা আসে না।
এই এতো দূর হেঁটে কতটুকু নিজেকে হারালাম কতটুকু আমি এলো সাথে হিসেবে আসে না।
--------------------------------------------------------------------


ঝড় শেষে বিধ্বস্ত ডানায় অবশেষে নীড়ে ফেরা।
ঘুম! নীড়ের কাছে পড়ে ছিলো যা- এটুকুই আপন শুশ্রুষা।
সামনে আবারো যুদ্ধ নাকি সুদিন? -আপাতত ভাবছি না।
--------------------------------------------------------------------


এতো এতো কথা জমে গেছে যে বলতে গেলে পুরো আর একটা জীবন লাগে।
তাই আর বলছি না কিছুই, জমাচ্ছি।
যদি জমার ঘরে পড়ে থেকে থেকে কেটে দেয় স্মৃতিভ্রষ্টতা নামের পোকা
-একদিন সাদা খাতার মতো নিজেকে খুলে কিছু কথা বলে যাবো নিজস্ব শব্দ অক্ষরে।
--------------------------------------------------------------------


জলের উপর অর্ধমগ্ন চরের কিনারে পড়ে আছে আঁশটে গন্ধ নৌকা।
রাত্রিও ঘুম চোখে প্রভাতের কাছে। শুধু জলের কোন ঘুম নেই;
সে ঘুরে ঘুরে ঢেউ ভাঙে সকাল দুপুর শেষ রাতের কুয়াশায়!
--------------------------------------------------------------------


দুপুরের ঘুম ভেঙে দেখি এ শহর অন্ধকার
হুট করে এখানে নামে রাত,
ফোনে দুটো নাম্বার, এফবিতে চারটে নোটিফিকেশন
হোমপেজে একগাদা নতুন বকবক.. অনাবশ্যক শূন্যঘর,
পুবের খোলা জানালায় রাত..
--------------------------------------------------------------------


জানালায় দিগন্ত ফুড়ে উঠে আসা মাঝরাতের হলুদাভ চাঁদ।
মেঝেতে সদ্য জ্যোত্‍স্নার সামান্য চিহ্ন।
অদ্ভূত এক আলো অন্ধকার গুলে মেখে আছে আকাশ।
চাঁদ পাহারা দিচ্ছে উঁচু মোবাইল টাওয়ারটার তিনটে লাল লাইট..
--------------------------------------------------------------------

উইন্ড শিল্ডে বৃষ্টির চিহ্ন ও নেই
অথচ রেয়ারভিউ মিররে অশেষ বর্ষা!
সব গল্প ই শেষ হয় কোথাও না কোথাও
প্রকাশ্য অথবা লুকানো অসম্পূর্ণতায়।
--------------------------------------------------------------------

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক নিজেই যখন বলেন অ-কবিতা, তাহলে আসলেই অকবিতা। অকবিতা আমি পড়বো না।

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:০৯

এন ইসলাম রনি বলেছেন: :)

২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:২০

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: অ-কবিতা :D

৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২৭

ঋতো আহমেদ বলেছেন: অ-কবিতার স্তুপ থেকে এই আটটি কবিতা পড়ে ভালো লাগলো। রনি, আরও অ-কবিতা পড়তে চাই আপনার। ভালো লিখছেন। শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.