নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

ফেরার ফানুস

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৮



দূর কোন বর্ষার এই শীতল জ্যোৎস্নায় আমার চোখ জুড়ে আছে ঘুম,
যেখানে কোন স্বপ্ন আমাকে ডেকে নেবে না,
যেমন নেবে না এই রাত।
আমি কোন কবিতার উপযুক্ত নই,
কোন প্রেমের উপযুক্ত নই.,
আমার কোন কথা আজ প্রেমিকের মতো শোনাবে না।
তুমি ঘুমিয়ে পড়ো,
ভালোবাসার শব্দগুলো এখন আমাকে বড় বেশি ক্লান্ত করে।
-----------------------------------------------------------------

পলাতক সুদিনের পিছে নয়
অস্তিত্বের পিছে হন্নে ছিন্ন শেকড় খুঁজছে মাটি দাঁড়াবার।
ভোর থেকে একটা ভোর কে আলাদা দেখার -এখনো বাকি,
সে আলো ছুঁয়ে মরতে চাই,
সবুজে ফেরার সুখে দু চোখ ঘুমে জড়াতে..
স্বপ্ন নয়, এ এক প্রত্যয়,
স্বপ্ন শুধুই প্রতারক পেয়েছে ফেরার যথেষ্ট সময়।
পৃথিবী হারিয়ে গেছে বর্ণহীন অচেনা গ্রহে,
যুদ্ধ চলছে যোদ্ধাই ছিলাম জন্ম থেকে
স্বপ্ন প্রেম নয়, ক্ষীণহয়ে আসা বিশ্বাসের।
পলাতক সুদিন ফেরার ফানুস উড়ানো বেলার আহত সময় পেরিয়ে
লড়ছি শুধুই এই বিলীয়মান অস্তিত্ব জানাতে।
-----------------------------------------------------------------


ছায়ার ভেতর থেকে বেড়িয়ে আসছো তুমি
পৃথিবীর ঠিক বিপরীত দিকে,
তোমার চোখে ঘুম, অসীম ঘুমের ছাঁপ মুখে আর পুরোটা শরীরে,
আয়নায় নির্মোহ অস্পষ্ট প্রতিবিম্ব তোমার..
চোখ মেলো, এখনো নৈঃশব্দে হারিয়ে যাবার আগে চোখ মেলো
খোদার কসম,
ঐ আধখানা জ্যোৎস্নায় ক্লান্ত জমাট শীতের মতো মরণের সাধ লেগে আছে
নক্ষত্র জেগে নাই!
-----------------------------------------------------------------


আলো বা অন্ধকার নয় আমার কল্পনায় জেগে থাকে এক ছায়াঘন সময়
যা রাত নয়, প্রথর দিন ও নয়, কোমল আলোয় উদ্ভাসিত কোন উষা বা বিষণ্ণ সন্ধ্যা নয়,
রোদজ্বলা হলুদ দুপুর বা কোন ভরা পূর্ণিমাও নয়।
অদ্ভূত সে সময়!
হয়তো সেখানে ছায়া নয়, ছায়াঘেরা একটা বারান্দার ছায়াহীন একটা আলোঅন্ধকার ছবি,
হয়তো সেটা খুব ভোরের কুয়াশার মতো
অথবা জানালা গলে মেঝেতে ঘোলাটে চাঁদের আলোর মতো- জমাট অন্ধকারের ভেতর অন্য রকম এক অন্ধকার!
-----------------------------------------------------------------



তুমি এক সুদূর সমুদ্রের তীরে অস্তাচলে যাওয়া দিবসের মায়া,
পাখির ঠোঁটে আকাশ ভাঙা ডাক,
জলার মাঝে মরু, আর মরুর বুকে জলের ছায়া,
এখনো তুমি আমার স্বপ্নে দুচোখে তাবত্‍ পৃথিবীর গভীরতম অন্ধকার নিয়ে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকা প্রথম সকাল।
-----------------------------------------------------------------


সবে মাত্র দুপুর, এর ই মধ্যে নেমে আসছে দ্বিতীয় রাত্রি!
দ্বিতীয় দফা ঝড়ো মেঘ জমে উঠছে পশ্চিম আকাশে।
এক ঝাঁক কাক দলবেঁধে
সামনের সাদা বাড়িটার ছাদের রেলিঙে, -
বৃষ্টি না রোদের অপেক্ষায়?!
গত বৃষ্টির ছিঁটে ফোঁটা এখনো লেগে আছে ওদের ডানায়!
-----------------------------------------------------------------


এই প্রেম তুমি যেখানেই রাখো
তবুও সে সূর্যদয়ের মতো দ্রুত পথ চলে
যতটুকু কোমল সুন্দর,
এরপর স্থির খররৌদ্র দুপুর,
অকস্মাৎ নিভে যায় রক্তিম নয়নে..
-----------------------------------------------------------------


লুকাই রাখছি মরা খালের পাড়ে
নাওএ আমার তবু অথৈ জলের টান..
-তুই কোথায় যাবি?
কত দূরে, নীরঞ্জনা নদীর তুই দেখা পাবি?
ঘর পালানো, বাঁধন হারা
এবার শোন রে মানা,
নামছে আঁধার গা ছমছম, ঈশান কোণে মেঘ
আমি শুধুই ডরাই
পাছে হারায়
জলের নেই বুঝি শেষ…….

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২২

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

৩| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.