নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

শূন্য অঙ্ক

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

নক্ষত্রের জন্মলগ্নে সেই শূন্য থেকে উড়ে গেল পাখি,
শূন্যেরও জন্ম সেখানে।
শূন্যের কোন মাপঝোঁক নেই,
তুমি খাতায় বৃত্ত এঁকে তাকে শূন্য বললেই আমি মানবো নাকি!
খাঁচা না পাখি, -কোনটাকে ধরে আছি?
শূন্যের ভেতর ডুবে আছি আরো শূন্য,
পাখি ফিরে এলে জানা যেতো..
খাঁচাটারো কি ইচ্ছে করে না পাখি হয়ে বাঁচি?
-----------------------------------------------------

অরণ্য ধোয়া বর্ষায় ছাপিয়ে উঠছে নদীর কাদা ঘোলা জল,
বনের গভীরে হারিয়ে যাওয়া জীর্ণ কবরের দেয়ালে বসে আছে একটা স্বর্গীয় পাখি
তার নীল খয়েরী ডানায় নামছে বৃষ্টি অবিরল।
চোখে চোখ পড়তেই উড়ে গেল সে
যেন অপেক্ষায় ছিলো এতোকাল!
আকূল বর্ষার মাঝে ডুবে গেছে সব,
শেকড়ে জলের শব্দ, অরণ্য নীরব।
সন্ধ্যা হয়ে এলো দ্রুত অন্ধকারে হারিয়ে গেল সব
তখনই সমাধিতে লেখা নাম ফলকের
অস্পষ্ট হরফে আমাকে দেখলাম।
-----------------------------------------------------

আমার এখন মেঘলা দিন ভালোলাগে! ঝিরঝিরে বৃষ্টি থেকে তুমুল ঝড়, অবিশ্রান্ত বর্ষা,
ছায়া অন্ধকার বারান্দায় ভিজে জামরুল ফুলের পেছনে ঘোর কৃষ্ণবর্ণ আকাশ..
দিন দুপুরে অন্ধকার হয়ে থাকা ঘরের জানালায় ঝুলে থাকা বৃষ্টির পর্দা...
মেঘলা রাতের ঘোলাটে চাঁদের অস্পষ্ট আলো!
বর্ষার ছোট নদীর বিদ্রোহী কাদামাখা স্রোত,
যার কোলে একটা অরণ্য ভেজা সবুজ জলছবি হয়ে আছে।
কয়েক বছর আগেও শীত ছিলো আমার প্রিয় ঋতু, তারও আগে বসন্ত..!
শরতের নক্ষত্র আকাশের উজ্জ্বল জ্যোৎস্নার ভালোলাগা আমি হারিয়ে ফেলেছি
আমার শৈশব থেকে কৈশোরের মাঝেই!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

বৃষ্টি বিন্দু বলেছেন: "খাঁচাটারো কি ইচ্ছে করে না পাখি হয়ে বাঁচি!!!"

অনেক ভালো লেগেছে...
মেঘলা শুভ সকাল।

২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার কাব্য।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.