নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ত নোটবুক

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

হাত গলে চলে গেছে সব
মুঠো বন্ধ করিনি আঁকড়ে ধরার চেষ্টায়
যখন করলাম তখন শূন্য মুঠো
আঙুল গলে যেতে দেওয়া এখন হাতের অভ্যাস!
-----------------------------------------------------------------

নদীর পাড় ছুঁয়ে পথে কুয়াশা ঢেকে আছে
একদিন যেমন ছিলো
শিশিরের আঘাতে পাতার নীরব মৃত্যু
আর তুমি আমি ভয়ংকর দূরত্বে এসে দাঁড়িয়েছি
অস্পষ্ট পায়..
-----------------------------------------------------------------


মুছে দেওয়ার জন্য বারবার ধুয়ে স্পষ্ট করে রাখি,
এই আমার ভুল,
এইখানে অনিচ্ছুক কৃতদাস।
-----------------------------------------------------------------


মানুষ যে কি চাই!
যা চাই তা ই পেয়েও মনে হয়
অন্য আরো কিছু চাওয়ার ছিলো।
নাকি কিছু মানুষ এমন আমার মতো?
-----------------------------------------------------------------


হাতের মুঠোয় সৌন্দর্য আয়ু ও ভাগ্য,
মধ্যাহ্নের সূর্যের মতো অহংকার একমাত্র আমাকে তৃপ্ত করতে পারে।
অথচ আমি নিজেকে বিনীত দেখানোর চেষ্টা করে যাচ্ছি পুরো একটা জীবন!!
-----------------------------------------------------------------


খুব বেশি উঁচুতে উঠে গেলে নির্লিপ্ত হতে হয়। স্রষ্টা থেকে ভালো তা আর কে জানে।
মানুষে সবসময় এমন নয়।
কিছু নির্লিপ্ততার মানে হাত পা ছেড়ে শুধু ডুবে যাওয়া।
-----------------------------------------------------------------


বিসর্জন শেষে চলে গেছে সব
ঘুমিয়ে গেছে উৎসবের শহর
জলমগ্ন মুখ থেকে মুছে যাচ্ছে মায়াকারা চোখ
কি মানুষ কি দেবতা সবাই কে ই একা করে যায় একদিন সময়!
-----------------------------------------------------------------


নিজেকে গুটিয়ে নেয়ার ভেতর যে নীরব প্রতিবাদ, তার ভাষা পৃথিবী জানে না।
জানে এমন দুটো মানুষে কখনো দেখা হয় না।
-----------------------------------------------------------------

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.