নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দমালা

চারপাশের বাতিগুলো নিভে আসছে

শব্দঋষির বর্ণমালা

আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

শব্দঋষির বর্ণমালা › বিস্তারিত পোস্টঃ

নিরক্ষর আর রাতের বর্ণমালার গল্প ...

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

আমার জানালার পাশে রূপালী আগুন জ্বলে উঠেছিল বহুকাল আগে, এরকমই কোন হালকা শীতের রাতে ....





আলোকরশ্মি আমার বিছানায় চুয়ে চুয়ে পড়েছিল সেই কবেকার বন্ধ জানালার ফাটল দিয়ে

দমকা হাওয়ার দাপটে চুঁয়ে চুঁয়ে পড়েছিল চাঁদের খসে পড়া পলেস্তরা

কয়েক ক্রোশ দূরে বয়ে চলা প্রাচীন নদীটার বুকে। রূপালী রোদের অবাক প্রতিফলনে

নদীর কালো স্রোতধারা আচানক হীরার মত জ্বল জ্বল করে উঠেছিল





এইসব আগুনজ্বলা রাতে ধীরে ধীরে পৃথিবী জেগে ওঠে



আটপৌরে শাড়ির রঙ বদলায়।

রূপালী আগুন বদলে দেয় সবগুলো নক্ষত্রের রঙ





একে একে জেগে ওঠে অরন্যের নিশিপদ্মরা সব, সুগন্ধের আদিমতম ভাষায় পড়ে শোনায় নবজন্মের ঘোষনাপত্র।

আলোড়ন ওঠে অরন্যের সবগুলো পাতায়, শাখায়,শেকড়ে।

পৃথিবীর বুকে কতকাল আবদ্ধ বাতাস হঠাৎ লাফিয়ে ওঠে কারাগার থেকে,মুক্তির জয়োল্লাসে।

বাতাসে ভেসে বেড়ায় শতশহস্র জোনাক মশাল।

রাত মুখরিত হয় ভ্রমরের মৌচাকে হঠাৎ ওঠা গুঞ্জনে

প্রজাপতির ডানায় চড়ে উড়ে আসা বুনোগোলাপের সুঘ্রাণে।

একে একে দেবতারা নেমে আসেন ছায়াপথের সিঁড়ি বেয়ে।

এই রূপালী আগুনের শীতল উত্তাপ মুহুর্তেই আলোড়িত করে মস্তিষ্কের সবগুলো নিউরোন।

বিদ্রোহ ছড়িয়ে অলিন্দ থেকে নিলয়ের দেয়ালে।







এইসব রাতে পৃথিবী শেখায় নতুন বর্ণমালা।

বন্ধ জানালার এপাশে নিজেকে তখন খুব নিরক্ষর লাগে



মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: অনন্য সুন্দর গল্পকথা , ভাললাগা +

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেগেছে।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসাধারণ লাগল........!
শুভেচ্ছা.. :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

আহসানের ব্লগ বলেছেন: +++

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

ডি মুন বলেছেন: ভালো লেগেছে কবিতা

++++++++++

ভালো থাকা হোক।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

শব্দঋষির বর্ণমালা বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ :) :) আপনাদের রেস্পন্স দেখে অসম্ভব ভাল লাগছে :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

নেক্সাস বলেছেন: অসাধারণ..

এইসব আগুনজ্বলা রাতে ধীরে ধীরে পৃথিবী জেগে ওঠে

আটপৌরে শাড়ির রঙ বদলায়।
রূপালী আগুন বদলে দেয় সবগুলো নক্ষত্রের রঙ

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

শব্দঋষির বর্ণমালা বলেছেন: -)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.