নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দমালা

চারপাশের বাতিগুলো নিভে আসছে

শব্দঋষির বর্ণমালা

আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

শব্দঋষির বর্ণমালা › বিস্তারিত পোস্টঃ

দ্বিপ্রহরের গল্প ...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

রাত্রি দ্বিপ্রহর...

চারপাশের ইলেক্ট্রিসিটি হঠাত উধাও হয়ে আমাদের নিয়ে গেল প্রাচীন কোন পৃথিবীতে...
ছোট এক ডিঙি নৌকা হয়ে গেল আমাদের দুজনের জগত

শান্ত পদ্মার জল । আকাশে হাজার বছরের পুরনো সেই চাঁদ। সাথে তার অগনিত প্রহরী তারা।।
তুমি আর আমি ছোট্ট একটা ডিঙ্গি নায়ে ভাসছি বিশাল পদ্মার হঠাৎ করেই শান্ত হয়ে যাওয়া জলে।
চারপাশের জগত আমাদের অস্তিত্বে নীরব ভূমিকায় দাড়িয়ে।

চারপাশে বাড়তে থাকে নিস্তব্ধতা আরে উড়ন্ত জোনাকিদের খেলা..


হঠাৎ, চারপাশের নিস্তব্ধতা ভেঙ্গে তুমি গুনগুনিয়ে উঠলে প্রাচীন কোন গানের পাগল করা সুর।
সাথে সাথে নিস্তব্ধ চারপাশ যেন আড়মোড়া ভেঙ্গে জেগে উঠতে লাগল।
শান্ত পদ্মার বুকে জোয়ার আসলো।
শীতল দমকা হাওয়ার মাতামাতি বাড়তে থাকল...
জানি না, ঠিক কতক্ষণ মন্ত্রমুগ্ধ নয়নে তোমার দিকে তাকিয়ে ছিলাম কতক্ষণ এক মনে তাকিয়ে আছি, জানি না।
সহসা চমকে উথলাম তোমার শব্দ না পেয়ে।
ফিরে তাকালাম তোমার দিকে ।
তুমি অপ্রস্তুত হাসি হাসলে ।

সেই হাসি তে ঝরে পরল অভিমান আর অনেকটা ভালবাসা ... যার মূল্য কোনদিন আমি বুঝিনি।


তোমার দিকে চিরকাল এক অপলক তাকিয়ে থাকার অদম্য অভিলাষ সত্ত্বেও আমি আবার নদীর শান্ত জলে চাঁদের প্রতিফলনের দিকে দৃষ্টি ফেললাম।
তুমি আবার চুপ হয়ে গেলে।।


কেন জানি মনে হল, আমার ঘুনে ধরা ঝাঁঝরা বুকের দীর্ঘশ্বাস তুমি কখনও শুনতে পাও নি..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.