নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দমালা

চারপাশের বাতিগুলো নিভে আসছে

শব্দঋষির বর্ণমালা

আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

শব্দঋষির বর্ণমালা › বিস্তারিত পোস্টঃ

এই রাতে আর ঘুম হবে না ...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

এই রাতে আর ঘুম হবে না, একলা জাগা নিশি
হঠাৎ করেই ভাঙল পুরান অস্থিরতার শিশি!

নাম না জানা কন্যে, তোমায় দেখার জন্যে
রুশদেশ থেকে ব্যবিলন, খুঁজেছি হয়ে হন্যে

তোমার খোঁজে চষেছি আমি ককেশাসের চূড়া
গোবির বুকে গভীর নেশায় হয়েছি পথহারা

তোমায় খুঁজেছি স্বর্ণনগর, আঙ্করভাট মন্দিরে
তিব্বত থেকে মনপুরা আর কৃষ্ণসাগর তীরে

আকাশ না ছোঁয়া গাঙচিল আর নিঃসীম শূন্যতা
মিলেমিশে আজ ঘোষনা করছে তোমার অপূর্ণতা

নিকষ আঁধারে আলো খুঁজে চলা কত নিশি, কত দিন
তোমায় পাওয়ার আকাঙ্ক্ষা কখনো হয়নি ক্ষীন।

হয়ত বৃথাই জ্বলেছি ,তোমার আগুনে হয়েছি ছাই
চিরকাল তুমি অশরীরি নারী, কে তোমাকে খুঁজে পায়?

পুড়েছে নগর, পুড়েছে প্রাসাদ, পুড়ে গেছে কত কিছু
ছাই হওয়া মন নিয়েই তবুও ছুটছি তোমার পিছু...

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

জাহিদ জুয়েল বলেছেন: আসাধারন হইছে :)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং লেখা দুটোই ভীষণ সুন্দর হয়েছে ------

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

শব্দঋষির বর্ণমালা বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই এনং লাইলী আপু :-)

৪| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: দারুন

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

শব্দঋষির বর্ণমালা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.