নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দমালা

চারপাশের বাতিগুলো নিভে আসছে

শব্দঋষির বর্ণমালা

আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

শব্দঋষির বর্ণমালা › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় যত বই ...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২


১।

শাহনামা :পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য

যুগের পর যুগ পৃথিবী শাসন করত ইরানীরা ...মহান সাইরাস পারসেপলিস এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার অনেক আগে থেকেই তারা সভ্যতার অনেক কিছুর সূচনা করে গেছে। বারবার তারা রোমান গ্রীক বারবার হুন তুরান দের পরাজিত করে প্রতাপের সাথে বিশ্ব শাসন করে গেছে , মুসলিমদের হাতে ইরানীদের পতনের পরে ইসলামী স্বর্ণযুগের চাবিকাঠি ছিল ইরান । সাদাকালো ইসলামী সভ্যতাকে তারা জ্ঞান বিজ্ঞান শিল্প সভ্যতা দিয়ে রঙিন করে তুলেছিল মঙ্গলদের হাতে পতনের আগ পর্যন্ত

শাহনামা সেই ইরানের সম্রাটদের নিয়ে এক মহাকাব্য




২/ كتاب ألف ليلة وليلة ( আরব্য রজনী )

আগেই বলেছিলাম, কিছু বই থাকে, জানালার মত। খুললেই যেন অন্য এক জগত থেকে উড়ে আসা সুঘ্রাণ

আরব্য রজনী হল এরকমই একটা বই, কাগজে বন্দী হারিয়ে যাওয়া এক জগত
একটা বইয়ে উঠে এসেছে ইরান, ভারত, রুশ চৈনিক রোমান, সিরিয়ান, গ্রীক আর ব্যাবিলন বাগদাদের কথা। প্রতিটা গল্প একটা আরেকটার চেয়ে সুন্দর।মুসলিম সভ্যতার পতনের আগেকার সময়ে লেখা কাহিনীগুলো। এই বইয়ে প্রাচীন ডাইনোসরের বর্ণনা কিংবা বাংলাদেশের মসলিনের গুণগান পড়ে হতবাক হতে বাধ্য হয়েছি !
শেহেরজাদ নামের এক বুদ্ধিমতী রানী কিভাবে এক হাজার এক রাত গল্প বলে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচেছিলেন এবং সম্রাট শাহরিয়ারের নারী বিদ্বেষ পুরোপুরি মুছে ফেলেছিলেন, এ হল সেই বীরত্বগাঁথা!



৩/ হেনরি রাইডার হ্যাগার্ড : আমার প্রিয় লেখক যার প্রতিটা বই আমার প্রিয়। Montezuma''s Daughter পড়ে রাজকুমারী অটোমীর প্রেমে পড়ে গেছিলাম। দক্ষিন আমেরিকার ইনকা , অ্যাজটেক আর মায়া সভ্যতাগুলো কিভাবে ইউরোপিয়ান রা ধ্বংস করে দিয়েছিল , টার উপাখ্যান। এছাড়াও দি পিপ্‌ল অফ দ্য মিস্ট,দ্য উইজার্ড ,কুইন শেবা'স রিং, দ্য ওয়ান্ডরার'স নেকলেস, মুন অফ ইসরাইল,হোয়েন দ্য ওয়ার্ল্ড শু্‌ক ,দ্য ভার্জিন অফ দ্য সান্‌ , কিং সোলোমন্‌স মাইন্‌স ,শি, উইসডম'স ডটার সবই অমর , অজর অপূর্ব



৪। জুল ভার্ন: উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। ভাবা যায় ? অসাধারণ বলে টার লেখাগুলোকে ছোট করা হবে । বাড়ীর এক কোণে বসেই লিখে গেছেন বিশ্বসেরা সব কল্পবিজ্ঞান কাহিনী
তাঁর বেলুনে পাঁচ সপ্তাহ, ক্যাপ্টেন হ্যাটেরাসের অভিযান, ভূকেন্দ্রে অভিযান, চাঁদে অভিযান, সাগরের তলে বিশ হাজার লিগ, চাঁদ প্রদক্ষিণ , ভাসমান শহর, আশি দিনে বিশ্বভ্রমণ , পাতাল শহর, বেগমের রত্নভান্ডার, পৃথিবীর শেষ সীমান্তের বাতিঘর সবগুলো বই শ্রেষ্ঠ কল্পবিজ্ঞান

টাইগার্স এন্ড ট্রেটস-এ ব্রিটিশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিখুঁত বর্ণনা দিয়েছেন
৫/ ইলিয়াড ও ওডিসি :দেবতা জিউস আর লেডার কন্যা হেলেন নামের এক অপূর্ব সুন্দরী নারীকে কেন্দ্র করে ইতিহাসের দুই পরাশক্তি গ্রীস আর ট্রয় ( বর্তমান তুরস্ক ) যুদ্ধে জড়িয়ে পড়ে । যুদ্ধ এ গ্রীকদের সেরা বীর ছিল এখিলিস আর ট্রয় পক্ষে ছিল হেক্টর। একজন নারীকে নিয়ে যুদ্ধে এক পুরো সভ্যতা ধবংস হয়ে যাওয়ার মহাকাব্য লিখে গেছেন হোমার তাঁর এই দুই মহাকাব্যে

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

বলাক০৪ বলেছেন: সুন্দর। মাত্র পড়লাম ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। আচ্ছন্ন হয়ে পড়েছি।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

শব্দঋষির বর্ণমালা বলেছেন: :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

আরণ্যক রাখাল বলেছেন: দুর্ভাগ্য আমার যে আপনার উল্লেখকরা একটা বইও পড়িনি আরব্যরজনি ছাড়া

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

শব্দঋষির বর্ণমালা বলেছেন: আমার কাছ থেকে নিতে পারেন :)

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

শায়মা বলেছেন: পছন্দের বই পোস্ট প্রিয়তে।:)

৬| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০

শব্দঋষির বর্ণমালা বলেছেন: ;)

৭| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার পোষ্ট ...।

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

হাসান আল-আমিন বলেছেন: আপনার আরেকটা দিক আমার কাছে উন্মোচিত হল । আমিও বই পাগল এক মানুষ । আপনার উল্লেখ্য সবগুলো বই-ই আমার পড়া । আপনার এই লেখা টাও প্রিয় তালিকায় রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.