নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দমালা

চারপাশের বাতিগুলো নিভে আসছে

শব্দঋষির বর্ণমালা

আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

শব্দঋষির বর্ণমালা › বিস্তারিত পোস্টঃ

সেলিব্রিটি চাঁদ

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

আকাশের বুকে জ্বলে সেলিব্রিটি চাঁদ
সারা গা জুড়ে কলংক নিয়েই মাতাল করে রাত
বুক ফুলিয়ে বলে, দেখ, কত কলঙ্ক আমার
এই রূপালী আলো, সেও সূর্য থেকে ধার
তারপরেও আমার জন্য কত কবিদের লেখা
আকাশ পানে তাকিয়ে থাকা,কখন দিব দেখা
কৃষকের ঘরে মাটির দীপ একা একা জ্বলে
তার প্রতি কারো কামনা তো নাই, তাকে ছোঁয়া যায় বলে
নিজেকে জ্বালিয়ে দিয়ে যায় আলো
জ্বলে সে শিখা কলঙ্ক পুড়িয়ে
নিজে নি:শেষ হয়, নিজে পুড়ে হয় কালো
সেই প্রদীপের প্রতি কারো নাই কোন নেশা
হাত বাড়ালেই পাওয়া সে জিনিস পায় কার ভালবাসা?
চাঁদ তো নেভে নি কোনকাল
প্রদীপ?
সেত ঝোড়ো বাতাসেই নেভে
জল হলে তার খোঁজ পায় কে?
প্রদীপের আলো সস্তা ভীষন,
জোছনায় জগত মাতাল..
কতজন হাত বাড়িয়েছে, কত বামন
বোতলে ভরতে চাঁদ রূপ জ্যোতি
কত রাজকন্যা ব্যর্থ হয়েছে,
হেরেছে কত বীর,কত অধিপতি
কে পেয়েছে আপন করে?
চাঁদ ছুঁয়েছে কজন?
চাঁদ থেকেছে সেই সূদুরে,
কারোর হয়নি স্বজন
চাঁদ কলঙ্ক নিয়েই জ্বলে, ছড়ায় রোশনাই
প্রদীপ নিভে যায়,রেখে যায় একরাশ ছাই

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: ওয়েট বস| আগামী বছর চাঁদে যাইতেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.