নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপ্রকাশিত সত্য...

নিত্যন চক্রবর্তী।

আমার আমিকে খুঁজে ফিরি, নদী-সমুদ্র-গিরি ।

নিত্যন চক্রবর্তী। › বিস্তারিত পোস্টঃ

শেষ বিকেলের আড্ডায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

মিস করি আমার শৈশবের,
হেসে খেলে কাটানো দিন।
মিস করি আমি কৈশোর,
বন্ধুদের শত খুনসুটি পূরণের ঋণ।

মিস করি আমি
বন্ধুকে পেটানোর অতি অমানবীয় ভুল।
বালিকার সারল্য আর মলিন হাসি,
মিস করি তার হাতের মুঠে চলে আসা ছেড়া চুল।

মিস করি আমি বন্ধুর সাইকেলের প্যাডেলটা,
ক্রিং ক্রিং করা তার হরিণী বেলটা।
টিফিনে বান্ধবীর চুরি করে খাওয়া খাবারটা,
মিস করি খুব মিস করি।

কৈশোরের প্রেমিকার হাসি,
তার নীরব অভিমান।
ছিল তার ভালথাকা,
আমার বেঁচে থাকার সমান।
সেই সময়গুলো খুব মিস করি।

ফিরব আবার তোদের নিয়ে,
শেষ বিকেলের আড্ডায়।
পরকালেও থাকবি তোরা,
এই হরিনী মনটায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ স্মৃতি জাগানিয়া কবিতা।

শুভেচ্ছা...

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: আড্ডার মজাই আলাদা।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.