নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপ্রকাশিত সত্য...

নিত্যন চক্রবর্তী।

আমার আমিকে খুঁজে ফিরি, নদী-সমুদ্র-গিরি ।

নিত্যন চক্রবর্তী। › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০



এভাবে হারিয়ে যাওয়ার কোন মানে হয়?
আমি তো বুকে পাথর চেপে বসেছিলেম।
এত অভিমান কিসের?
আমার আমিকে তো বুঝিয়ে ছিলেম বসন্ত আর আসবে না।

তুমি আবার ফিরে আসো,
আমি আর বসন্তের প্রতিক্ষায় প্রহর গুনব না।
আমি রাতের নিকশ কাল অন্ধকারে,
নিজেকে লুকিয়ে রাখব।।

একপেশে পাওয়ায় নাহি মেলে সুখ,
হারানোর ব্যাথায় পাচ্ছি আমি দুখ।
তোমার ব্যাথায় তন্দ্রাচ্ছন্ন আমি,
তুমি ঘুমাও, আমি তোমার চোখে তন্দ্রা হয়ে নামী ।

রাতের আকাশটা আজ বড্ড বেশী ক্লান্ত,
তোমায় যে এভাবে হারাতে হবে সে কি কখনো জানত?
সকালটা হোক তোমায় দেখে, হাসুক আমার চিত্ত,
তুমি ফিরবে আবার এই ভেবে প্রকৃতিরাও করুক নৃত্য ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

জে এম নাদিম হোসেন বলেছেন: বেদনা রংয়ে আকা কবিতা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

জগতারন বলেছেন:
কবিতা খুউব ভাল লেগেছে !

কবি নিত্যন চক্রবর্তী-এর প্রতি অভিনন্দন জ্ঞাপন করি।

এই কবির কবিতা এ-ই প্রথম পড়লাম।
এমনই আরও পড়তে চাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.