নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপ্রকাশিত সত্য...

নিত্যন চক্রবর্তী।

আমার আমিকে খুঁজে ফিরি, নদী-সমুদ্র-গিরি ।

নিত্যন চক্রবর্তী। › বিস্তারিত পোস্টঃ

নিস্তব্ধ মানবতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪



মনের ক্ষুধা মেটাচ্ছে কেহ,
কেউবা পেটের ক্ষুধায় ক্লান্ত।
মানবতা আজ লুটায়ে কাঁদিছে,
হায়! আমার বিধাতা কি জানত?

কেহ কি ছিল না তাকানোর?
ওই পথ শিশুর পানে।
মানবতা আজ ফেটে চৌচির,
পৈশাচিকতার বানে।

কত বেলা না কাঁদিয়া ফিরিছে,
চেয়ে দু-মুঠো অন্ন।
সীমান্তেতো আমারাই বাড়িয়েছি হাত ওই,
রোহিংগা শিশুর জন্য।

অন্যের ঘরে প্রদীপ জ্বেলে ,
নিজের ঘরটাই শূন্য।
এতেই নাকি স্বর্গে যাব,
করে ঢের পূণ্য।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

মাহমুদুর রহমান বলেছেন: ছবিটা দেখে মনটা কেদে উঠলো আপনা আপনি।আচ্ছা এদেশে নাকি কোন গরীব নেই তাহলে এই শিশুটি কে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নিত্যন চক্রবর্তী। বলেছেন: খুব দুঃখ হয়।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: ছবি টা দেখে খুব মন খারাপ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.