নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপ্রকাশিত সত্য...

নিত্যন চক্রবর্তী।

আমার আমিকে খুঁজে ফিরি, নদী-সমুদ্র-গিরি ।

নিত্যন চক্রবর্তী। › বিস্তারিত পোস্টঃ

-হে মিরপুরবাসী ।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১২:৪৪


মিরপুর, কখনোবা মরুরবুকে তপ্ত উদ্যান,
কখনোবা হয়ে একটি নদীর নাম।
কিংবা, হৃদয়িনীর বুকে উষ্ণ ভালবাসার জোয়ার ভাসে,
কখনোবা মাঠে ক্রিকেটের জয়ে হাসে।

মিরপুর, এক অনন্য প্রতিভার নাম,
সেখানেই আছে বুদ্ধিজীবির কবরস্থান।
আছে হযরত শাহ আলীর মাজার,
ওখানকার মানুষ নাকি খুব রোজাদার।

মিরপুর, প্রতিবাদী হয়ে মাঠে নামে,
হাতে দা-কুড়াল-কাস্তে।
ব্যাথা পাবে বলে মানুষ পেটায়,
ভালবেসে আস্তে।

মিরপুর, এক যান্ত্রিক জীবনের রোজনামচা,
পটি সেরে বেরিয়েছে যোদ্ধা পরনে শুধুই গামছা।
সকাল হলেই গামছা পড়ে পানির লাইনে ভীড়,
গিন্নী শুধোয় কবে মোরা ফিরব ওই শান্তির নীড়।

শান্তির প্রতীক বলে মিরপুরের জয়গান গাই,
আকাশে রোজ সাদা পায়রা উড়াই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২৯

রাজীব নুর বলেছেন: মিরপুরে দুষ্টলোকের অভাব নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.