নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

তালাবদ্ধ কেন,চাবি কী হারিয়ে গেছে?

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

সময় ও যুগের তালে তালে সমাজ সংস্কৃতি ও যুগ পরিবর্তন হয় । মানব নির্মিত সকল
নিয়মকানুন ও আইন চিরকালের জন্য প্রযোজ্য নয় । তাই চাহিদা ও প্রয়োজনের
কারনে মাঝে মাঝে কিছু কিছু নিয়ম কানূন ও আইন পরিবর্তন,পরিবর্ধন ও
সংশোধন করা প্রয়োজন । প্রয়োজনের তাগিদে আমাদের দেশের সর্বোচ্চ আইন
সংবিধান ও বারবার সংশোধন করা হয়ছে । অথছ সরকারী চাকুরির বয়সসীমা বৃদ্ধি
করার জন্য সরকারী কর্মকমিশন(PSC) তার নির্দিষ্ট নিয়ম কানুন সংশোধন করছে
না । এ আইনটা মনে হচ্ছে যেন তালাবদ্ধ | চাবি মনে হয় হারিয়ে গেছে । আমাদের এই
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারী চাকুরির বয়সসীমা বৃদ্ধি করা
অত্যন্ত জরুরি । আমার ভাবতে অবাক লাগে যে এখনও বাংলাদেশের সরকারী
চাকুরির বয়সসীমা মাত্র ত্রিশ বছর প্রর্যন্ত । অথছ বর্তমানে বাংলাদেশের
উচ্চতর শিক্ষাব্যবস্থায় যে অনাকাঙ্খিত সেষনজট লেগেই আছে তাতে ত্রিশ বছরের
মধ্যে শিক্ষাজীবন শেষ করে সরকারী চাকুরি পাওয়া অত্যন্ত কষ্টদায়ক ও সোনার
হরিনের মত । "তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিন চাই"। কিণ্তু ত্রিশ
বছরের মধ্যে কে দিবে আমাদেরকে সোনার হরিন?আমাদের বর্তমান দেশে সেষনজট
যুক্ত শিক্ষাব্যবস্থায় চার বছর মেয়াদি সম্মান কোর্স সম্পন্য করতে সাত
থেকে আট বছর লেগে যায় । আর মাষ্টার্স কোর্স সম্পন্য করতে প্রায় দুই বছর
লেগে যায় । তাহলে ত্রিশ বছরের মধ্যে সরকারী চাকুরী পাওয়া অত্যন্ত
কষ্টসাধ্য ও সোনার হরিনের মত নয় কী? ৩২/৩৪ বছর বয়সে কী মানুষ কর্মক্ষম
থাকেনা? অবশ্যই থাকে । তাহলে সরকারী চাকুরির বয়সসীমা বৃদ্ধি করা হচ্ছেনা
কেন? ত্রিশ বছর বয়স সীমায় কী কেউ তালা লাগিয়ে দিছে,আর চাবি কী হারিয়ে
গেছে? হোক তালাবদ্ধ,চাবি হারিয়ে যাক । তাই বলে কী সরকার নতুন চাবির
ব্যবস্থা করে,তালা খুলে দিতে পারে না? বাংলাদেশে দরিদ্রতা ও বেকারত্বের
সবচেয়ে বড় কারন হচ্ছে এটি । বাংলাদেশের প্রত্যেক মানুষ চাচ্ছে,সরকারী
চাকুরির বয়সসীমা যেন বৃদ্ধি করা হয় । এর বিপক্ষে বাংলাদেশের একজন মানুষও
নেই । তাহলে বয়সসীমা বর্ধন করতে সমস্যা কী? বয়সসীমা বাড়ানোর জন্য এর আগে
অনেক লেখালেখি ও অনেকবার আন্দোলন ও হয়ছে । অথছ শিক্ষা মন্ত্রনালয় ও
সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সুফল পাওয়া যায়নি । বাংলাদেশ থেকে
দরিদ্রতা ও বেকারত্ব দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সরকারী চাকুরির
বয়স বৃদ্ধি করা । সরকার যদি মাত্র দুটি বছর ও বয়সসীমা বৃদ্ধি করে
দেয়,তাহলে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর স্বপ্নের দ্বার উম্মোচিত হবে | এসব
অসহায় বেকারেরা খুঁজে পাবে এক নতুন আলোকময় পথ । সরকার কী চায়না এসব অসহায়
বেকারেরা এক নতুন আলোকময় পথ খুঁজে পাক?নিশ্চয়ই চায় | তাহলে বয়সসীমা
বৃদ্ধি করতে সমস্যা কী?জনগনের কল্যানের জন্যইতো সরকার,জনগনের কল্যানের
কারনেইতো দেশ । জনগনের কল্যান হলেইতো সরকার ও দেশের কল্যান হবে । তাই
সরকারকে অনুরোধ করতেছি যে,আপনারা যদি সত্যিকার জনগন ও দেশের কল্যান চেয়েই
থাকেন,তাহলে যেন অতিস্বত্তর বয়সসীমা বৃদ্ধি করা হয় । দেশের সর্বোচ্চ আইন
সংবিধান বারবার সংশোধন করতে পারলে,এই আইনটা ও অবশ্যই সংশোধন করা সম্ভব ।
বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় কারন হচ্ছে দরিদ্রতা,আর দরিদ্রতার সবচেয়ে
বড় কারন হচ্ছে বেকারত্ব,আর বেকারত্বের সবচেয়ে বড় কারন হচ্ছে সরকারী
চাকুরির বয়সসীমা বৃদ্ধি না করা । তাই মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয়
শিক্ষামন্ত্রীকে সকল বেকারের পক্ষ হতে করজোরে অনুরোধ করতেছি,আপনারা দয়া
করে সরকারী চাকুরির বয়সসীমা বৃদ্ধি করুন । নূন্যতম দুটি বছর আমাদের
ভিক্ষা দিন । দেশ ও দশের কল্যানে দূর্নীতি,দরিদ্রতা ও বেকারত্ব দূরীকরনের
জন্য অচীরেই সরকারী চাকুরির বয়সসীমা বৃদ্ধি করুন । নতুন চাবি তৈরী করে
খুলে দিন তালা । অভিশপ্ত এই বাংলাদেশ থেকে দুর্নীতি,দরিদ্রতা ও বেকারত্ব
মূছে গিয়ে,ঘূছে গিয়ে এই সোনার বাংলাদেশ যেন এক সত্যিকার সোনার বাংলাদেশে
রুপান্তরিত হয়- এ প্রত্যাশা আমাদের সকলের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.