নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

কষ্ট! দেখেছো কী কখন ও?

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

কষ্ট! দেখেছো কী কখন ও?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি মন্ত্রীর মুখে বিশ্বনবীর কুৎসা,
আমিতো দেখেছি কতো শত মানুষের চরম অবহেলা ।
আমি দেখেছি এক অসহায় নারীর চিৎকার,
আমি যে দিতে পারিনি কাহারে ও ধিক্কার ।
অমিতো দেখেছি এক নিষ্পাপ ফেলানী তরুনীর ঝুলন্ত লাশ,
আমিতো দেখেছি ঐ পাপীদের সুন্দর বসবাস ।
তোমরা কী দেখেছো এই কষ্ট?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি এক ভিক্ষুকের বুকে লাথি,
আমিতো দেখেছি অত্যাচারিদের জীবনের জ্বলজ্বলে বাতি ।
আমি দেখেছি অসহায় দর্জি বিশ্বজিৎ হত্যা,
আমি দেখেছি হাজার হাজার আত্মহত্যা ।
এগুলো কী কোনো কষ্ট?
আমিতো দেখেছি নির্মম বিডিয়ার বিদ্রোহ,
আমিতো দেখেছি অবুঝ শিশুদের চোখের করুন সেই জ্বলন্ত দাহ ।
আমি দেখেছি লিমনের উপর র্যবের ভয়াবহ অত্যচার,
আমি দেখেছি আমার এই বাংলার সব করুন হাল ।
আমি দেখেছি একুশে আগস্টের ভয়াবহ সেই গ্রেনেড হামলা,
আমিতো দেখেছি নিরীহ জজ মিঞার নামে ভুয়া সেই মামলা ।
আমি দেখেছি মানুষ হত্যার কতো শত হরতাল,
আমি দেখেছি আমার বাংলার সব করুন হাল ।
কস্ট দেখেছো কী কখনও?
আমিতো দেখিনি!
আমি দেখেছি ৭৫ এর সেই ভয়াবহ নির্মমতা,
আমি দেখেছি শিশু রাসেলের সেই অবুঝ চোখের করুন বেদনা ।
এগুলো কী কোনো কষ্ট?
কষ্ট দেখেছো কী কখন ও?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি ৭১ এর ভয়াবহ সেই হিংস্র হত্যাকান্ড,
আমিতো দেখেছি কতো শত অগ্নিকান্ড ।
আমিতো দেখেছি ৫২ এর ভাষা আন্দোলন,
আমিতো দেখেছি নিষ্ঠুর মানুষদের নিস্ঠুর সেই মন ।
আমি দেখেছি আমার জন্মদাতা পিতার মাথায় বখাটের লাঠি,
আমি দেখেছি কতো শত ভয়াবহ জ্বলন্ত সব কাঠী ।
এগুলো কী কোনো কষ্ট?
নাহ! এগুলো কোনো কষ্ট হতে পারেনা,
এগুলো এক প্রতিশোধের অনল,
যা আমায় কখন ও ছাড়েনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.