নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনীতি

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

সোনার দেশের আইওয়াশের নীতি,
তাহার নাম বাংলাদেশের রাজনীতি ।
ক্ষমতা আর টাকার লোভ,
এসব নিয়ে দলে দলে ক্ষোভ ।
উপরে ফেরেস্তা নিচে ঈবলিস,
আইওয়াশের দাতা,গোপনে ফিসফিস ।
ধর্ম নিয়ে টানাটানি,
দলে দলে হানাহানী,
চারিদিকে কানাকানি,
ভালো মানুষকে অপমানি ।
দুর্নীতি আর প্রশ্ন ফাঁসের নীতি,
তাহার নাম বাংলাদেশের রাজনীতি ।
সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ কে অপমান,
এটাই হল বাংলাদেশের রাজনীতির নাম ।
দলের দুর্নীতিপরায়ন নেতার প্রতি টান,
এটাই হল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রমান ।
চোঁখ থাকিতে প্রশাসন অন্ধ,
উহার বিরুদ্ধে কথা বললে জীবন হয় বন্ধ ।
ভাংচুর আর মানব হত্যার হরতাল,
এই হল বাংলাদেশের রাজনীতির করুন সব হাল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

খেলাঘর বলেছেন:


বাঁচলে গাজী, মরলে পাজি

২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৩

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। ধন্যবাদ হে গুরু,
আমার প্রতিবাদ এখন শুরু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.