নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের উল্লাস

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

বিজয় বিজয় বিজয়

হে দে তোরা বিজয়ের উল্লাস,

মার তোরা চাবুক,

পাক হানাদারকে করে দে লাশ(২) ।

জয় জয় হে বাংলার জয়,

কর তোরা উল্লাস,

নেই কোনো ভয়(২) ।

করিসনে তোরা কোনো ডর,

হানাদার রাজাকারদের মেরে দে চড় ।

হে তোরা মেরে দে চড় ।

মোদের বাংলা নয় কারো অধীন,

আমার সোনার বাংলা যে চির স্বাধীন(২) ।

আজিকে মোদের আনন্দের উল্লাস,

রাজাকার দেখলে করে দিবি লাশ,

হে তোরা করে দিবি লাশ ।

বিজয়ের লাল সবুজের পতাকা উড়া,

আবার মোদের পতাকা যাবে এভারেষ্টের সর্বোচ্চ চূড়া ।

মার তোরা পাথর মার,মার তোরা খন্জর মার,

হে বিজয়ের উল্লাসে তোরা সবাই ফেটে পর(২) ।

মর তোরা পাকিস্তানি দালাল আর হানাদার কানাই,

শহীদ আর বীরঙ্গনাদের সহস্র সালাম জানাই(২) ।

আমার বাংলা বিজয়ের হবে নাকো শেষ,

পৃথিবীর বুকে আমার বাংলাই একমাত্র সোনার বাংলাদেশ(২) ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.