নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

*গোপন আইন প্রনয়ন ও সমালোচিত আইন সংশোধন করা হোক*।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৩

বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও দুর্নীতি দূর করতে পৃথক গোপন আইন করা প্রয়োজন । যে আইন সম্পর্কে শুধুমাত্র আইন প্রনেতাগন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগন জানবেন । এ আইন সম্পর্কে কোন সাধারন মানূষ অর্থাৎ জনগন জানতে পারবে না । কারন আইন যেমন মানুষের আচার আচরন নিয়ন্ত্রন করে অপরাধ প্রবনতা হ্রাস করে,আবার ঠীক তেমন কিছু কিছু আইন মানুষের অপরাধ প্রবনতা বৃদ্ধি ও করে । তাই কিছু গোপন আইন করা আবশ্যক । কারন কিছু কিছু আইন জনগন জানতে পারলে সেই আইনের দূর্বলতা খুঁজে কতিপয় জনগন অপরাধ করে থাকে । উদাহরনস্বরুপ-মামলার রায় হওয়ার পরে যদি আপিল,রিভিউ,মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন ইত্যাদি সম্পর্কে যদি মানুষ না জানতো,তাহলে মানুষের মধ্যে অপরাধ প্রবনতা আরো কমে যেত । যদিও এসব আইনসহ প্রত্যেক আইন প্রত্যেক নাগরিকের জানার অধিকার আছে এবং জানা আবশ্যক ও বটে । এটি আমি বুঝানোর খাতিরে উদাহরন দিলাম মাত্র । কিন্ত কতিপয় আইন গোপন রাখলে সরকার,দেশ ও সর্বোপরি জনগনেরই কল্যান হবে । যেমন পুলিশ কোন সন্ত্রাসিকে গুলি করে হত্যা করতে পারবে না,এই বিষয়টা যদি সন্ত্রাসিরা না জানতো তাহলে,কোন সন্ত্রাস সহজে পুলিশের সাথে গোলাগোলি করার সাহস পেত না । যদিও এই গোপন আইনটি সমালোচিত হতে পারে,তবুও এই আইনটি অপরাধ ও দূর্নীতি দমনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ন ও সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস ।মূলত এ আইনটি সমালোচনার কোন প্রশ্নই জাগেনা,কারন উক্ত গোপন আইনটি সম্পর্কে মানুষ জানতেই পারবে না । এটি সংবিধানে গোপন আইন হিসেবে গৃহীত হবে । যেমন রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে যদি মানূষ না জানতো,তাহলে ১% হলেও অপরাধ প্রবনতা মানুষের মধ্য থেকে কমতো । যদিও মহামান্য রাষ্ট্রপতির এই আইনটি বেশ সমালোচিত । আপনি যদি কোন এক ব্যক্তির সাথে অপরাধ করেন,আর ঐ ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে,তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না । অথচ রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোন দন্ডিত অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন । এই আইনটা রাষ্ট্রপতিকে কেমন যেন দেবতা বানিয়ে রেখেছে । এই আইনের দৃষ্টিকোন থেকে বিচার করলে রাষ্ট্রপতিকে দেবতা ছাড়া কেমন যেন মানুষ ভাবা যায়না । অথচ রাষ্ট্রপতি কিন্তু আমাদের মতই রক্ত মাংসে গড়া এক মানুষ । যদিও এ ধরনের আইন রাষ্ট্রের কল্যানে প্রয়োজন । কারন এ আইনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে । কিন্তু এই আইনটার ক্ষেত্রে একটু সংশোধনি আনা আবশ্যক । যেমন দন্ডিত অপরাধি দ্বারা ক্ষতিগ্রস্থ ব্যক্তি বা বাদী ক্ষমা করে দেওযার পরেই কেবলমাত্র রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন,তার আগে নয়-এরকম হলে উক্ত আইনটি মোটেও সমালোচিত হতনা,বরং এটি আরো দেশের সার্বিক কল্যান ও দূর্নীতি রোধে এক মস্তবড় হাতীয়ার হিসেবে কাজ করতো । তাই সরকার,রাষ্ট্র,মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার অনুরোধ যে এই আইনটিতে যেন দয়া করে সংশোধনি আনা হয় । প্রত্যেক ক্রিয়ার যেমন বিপরীত প্রতিক্রিয়া রয়েছে,ঠীক তেমন প্রত্যেক আইন ও কমবেশি আলোচিত ও সমালোচিত । যাহোক রাষ্ট্রের কল্যানে উক্ত আইনটি সংশোধন ও প্রস্তাবিত গোপন আইনটি সংবিধানে অন্তর্ভূক্ত করা-অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি । সকল আইন জনগনের কল্যানের জন্যই,তাই জনগনের কল্যানে উক্ত সমালোচিত আইনটি সংশোধন ও নতুন আইন প্রনয়ন করা উচিৎ বলে,-আমি এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে মনে করি । উক্ত সমালোচিত আইনটি সংশোধন ও নতুন প্রস্তাবিত গোপন আইনটি প্রনয়নের মাধ্যমে দেশ থেকে সকল অন্যায় ও দূর্নীতি মুছে গিয়ে ঘুচে গিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ এক সত্যিকার দূর্নীতিমূক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রুপান্তরিত হোক-এ প্রত্যাশা অমার,আমাদের,জনগনের,সকলের ।

-মো: নিজাম গাজী ।
বিএসএস সম্মান ২য় বর্ষ(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ),
জাতীয় বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ ।
তরুন লেখক,কলাম লেখক,কবি,সাহিত্যিক,সাংবাদিক ব্লগার ও Bangladesh Anti Suicide Organization-BASO এর প্রস্তাবক ও প্রবর্তক ।
মোবাইল নং-০১৭৬৭৭৮৯২৯৯ ।
Facebook id:[email protected] 
ইমেইল[email protected] 
টুইটার-www.twitter.com/@NizamGazi 
স্কাইপি-www.skype.com/nizamgazi11

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.