নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

*সম্পাদক ও পরিচালক বৃন্দদের মর্যাদা আইনশৃঙ্খলা বাহীনির প্রধানের সমমর্যাদা চাই*

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গনমাধ্যমের ভূমিকা অপরীসিম । আসলে গনমাধ্যম ছাডা কোন স্বাধীন রাষ্ট্রই কল্পনা করা যায়না । বষ্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত ও সত্য ঘটনা সমাজ ও রাষ্ট্রের কাছে তুলে ধরে এই গনমাধ্যমই । অনেক সময় দেখা যায় কিছু কিছু দূর্নীতির মূখোশ আইনশৃঙ্খলা বাহীনি উন্মোচন করতে পারেনা,অথচ এই গনমাধ্যম সেইসব দূর্নীতির মূখোশ উন্মোচন করে দেয় । র্যাবের গুলিতে ঝালকাঠীর পঙ্গু লিমন তার স্পষ্ট প্রমান । গনমাধ্যম না থাকলে আজ সেই লিমনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেতনা। যদিও ওখানে আইনশৃঙ্খলা বাহীনির রক্ষক না হয়ে ভক্ষকের যথেষ্ট পরিচয় পাওয়া গেছে । আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে গনমাধ্যমের এ রকম লক্ষ লক্ষ উদাহরন ও সত্যিকার নজীর রয়েছে । গনমাধ্যম না থাকলে এই বাংলার মাটিতে এতদিনে অনেকেরই গনকবর হয়ে যেত । একজন অসহায় মানুষ যখন ন্যায়বিচার পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহীনির দ্বারে দ্বারে ঘুরে নিস্ব হয়ে শুন্য হাতে ফিরে এসে গনমাধ্যমের দারস্থ হয়,তখন ঠীক গনমাধ্যমই তাকে ন্যায়বিচার পাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় । দূর্নীতি নিবারনের ক্ষেত্রে গনমাধ্যমের ভূমিকা ও অবদান যে কতখানি তা আর নতুন করে বলতে চাইনা,কারন পুরো দুনিয়াই তা খুব ভালোভাবেই জানে । আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহীনির অবদানের পরিমান যদি পদ্মা নদীর মত বড় হয়,তাহলে গনমাধ্যমের অবদানের পরিমান হবে প্রশান্ত মহাসাগরের চেয়েও বিশাল । আইনশৃঙ্খলা বাহীনির আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট অস্ত্রশস্ত্র ও সাপোর্ট রয়েছে,কিণ্তু গনমাধ্যমের নিরব অস্ত্র কলম,কাগজও কন্ঠ ছাড়া আর কিছুই নেই । আইনশৃঙ্খলা বাহীনিদের জীবন রক্ষা করার ক্ষেত্রে তারা নিজেরাই যথেষ্ট,কারন তাদের নিজেদের আধুনিক অনেক অস্ত্রপাতি রয়েছে । কিণ্তু সংবাদ কর্মীদের জীবন বাঁচানোর জন্য কেউই নেই । আমাদের এই বাংলাদেশে আমি গনমাধ্যমকে সবচেয়ে বড় আইনশৃঙ্খলা বাহীনি হিসেবে মনে করি । কারন সত্যিকার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই গনমাধ্যম এক উজ্জল নক্ষত্র । তাই সরকারকে আহ্ববান জানাচ্ছি সরকার যেন এই অদম্য সাহসী গনমাধ্যমকে আইনশৃঙ্খলা বাহীনির পূর্ন মর্যাদা দেয় । এবং দেশের কিছু নামকরা সংবাদপত্রের সম্পাদকদের ও কিছু নামকরা রেডিও ও টেলিভিশনের পরিচালকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির প্রধানের সমমর্যাদা দেয় । গনমাধ্যম কর্মীদের অনেকেই পেশা হিসেবে মনে করে । আসলে এটি মোটেও পেশা নয় বরং সেবা । গনমাধ্যম যদি তাদের সকল কার্যক্রম মাত্র দুচারদিন বন্ধ করে দেয়,তাহলে সমগ্র দেশ দূর্নীতি ও অন্ধকারে ছেয়ে যাবে । দূর্নীতি নির্মূলের ক্ষেত্রে গনমাধ্যম হচ্ছে সবচেয়ে বড় হাতীয়ার । অবহেলীত ও অত্যাচারিত মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গনমাধ্যমকর্মীগন । অথচ আজ এই গনমাধ্যমকর্মীরাই অবহেলীত ও অত্যাচারিত । আইনশৃঙ্খলা বাহীনি শুধুমাত্র আইনশৃঙ্খলাই রক্ষা করে থাকে,অপরদিকে গনমাধ্যম বাহীনি সংবাদ পরিবেশনের পাশাপাশি গুরুত্বসহকারে আইনশৃঙ্খলা ও রক্ষা করে থাকে । হোক সেটা প্রতক্ষ বা পরোক্ষ । সত্যিকার ঘটনা ও রহস্য উম্মোচন করতে গিয়ে হাজার হাজার গনমাধ্যমকর্মী এযাবৎ তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন । অথচ রাষ্ট্র কী তাদের উপযুক্ত কোনো সম্মাননা দিতে পেরেছে?বালাদেশের গনমাধ্যম বেশ অবহেলীত ও অত্যাচারিত,তাই গনমাধ্যমকে আরো সোচ্চার হওয়ার আহ্ববান জানাচ্ছি । গনমাধ্যম যেন আইনশৃঙ্খলা বাহীনির পূর্ন সমমর্যাদা পেয়ে তাদের পূর্ন অধীকার ও মর্যাদা প্রতিষ্ঠা করে আরো যেন দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে,এই প্রত্যাশা আমাদের । তাই সরকারের প্রতি অনুরোধ সরকার যদি দেশকে আরো দূর্নীতিমুক্ত করে সত্যিকার ন্যায়নীতি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়,তাহলে যেন গনমাধ্যমকর্মী ও গনমাধ্যমকে আইনশৃঙ্খলা বাহীনির সমমর্যাদা দেওয়া হয় এবং সম্পাদক ও পরিচালক মন্ডলীদের যেন আইনশৃঙ্খলা বাহীনির প্রধানের সমান মর্যাদা দেওয়া হয় ।

-মোঃ নিজাম গাজী (তরুন কলাম লেখক ও সাহিত্যিক) ।
মোবাঃ 01767789299
Facebook id:[email protected]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.