নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বিচার ডাক

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

ঢাক ঢোল বাজিয়ে তোরা যুদ্ধাপরাধীদের বিচার ডাক,
জাগ তোরা হে জাগ,জাগ ।
ডাক তোরা বিচার ডাক ।
তোরা যদি থেমে থাকিস,
বিচার ডাকবে কে বল?
চল,চল তোরা চল চল ।
ডাক ডাক তোরা বিচার ডাক ।
জাগ তোরা হে জাগ,জাগ
তোরা যদি ঘরে ঘুমিয়ে থাকো,
জাগবে কে বল?
জাগ তোরা হে জাগ,জাগ ।
ডাক,ডাক তোরা বিচার ডাক ।
স্বাধীণ দেশের পতাকা যারা করেছিল অপমানি,
লক্ষাধীক মানুষের যারা করেছিল প্রানহানী ।
পবিত্র দেশে অপবিত্র যুদ্ধাপরাধীদের ছোয়ায়,
স্বপ্নের হাসি যেন বিলীন হচ্ছে হাওয়ায় ।
ডাক,ডাক তোরা বিচার ডাক ।
জাগ,জাগ তোরা হে জাগ,জাগ ।
জেগে ওঠার আহ্ববানে ভয় নাই তোদের ভয় নাই,
তোদের সাথে আছে কত সৎ ব্যক্তি,আরো আছে ভাই ।
আছে কত কবি সাহিত্যিক,আছে কত দাতা,
তোদের যে সাহায্য করবেন বিধাতা ।
ডাক,ডাক তোরা বিচার ডাক,
জাগ,জাগ তোরা হে জাগ,জাগ ।
কাপেনা কী তোদের মন,নাচেনা কী রক্ত?
অন্যায়ীদের বিরুদ্ধে বিচার ডাক,হও বড় শক্ত ।
অন্যায় হোক যত শক্তিশালী,
ভীরুতা যে তার প্রধান চরিত্র ।
ডাক তোরা বিচার ডাক,তোরা যে এ দেশেরই ছাত্র ।
অন্যায়ীদের থাক যত মরনাস্ত্র থাক,
ডাক তোরা বিচার ডাক,
জাগ তোরা হে জাগ,জাগ ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.