নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

জগতের সবাই স্বার্থপর,
তাইতো সবাই সবারই পর ।
স্বার্থের কারনে মানুষ নিজেকে ও করে পর ।
টাকা দিলে স্বার্থের উপর করে সবাই ভর ।
পৃথিবীতে যে যাই করে,সবকিছুতে রয়েছে নিজের স্বার্থ ।
তাই স্বার্থের কারনে মানুষ বোঝেনা এই স্বার্থের সঠিক অর্থ ।
আমার ও স্বার্থ আছে,আমি নিজেও যে লিখি এই কবিতা ।
স্বার্থের কারনে মানুষের বাড়ে কমে মমতা ।
যদি শহরের রাস্তায় একবার দিই চোখ ।
তাহলে মানুষ গুলোর চলাফেরা দেখলে,বোঝা যাবে স্বার্থেরই ঝোঁক ।
মা বাবা ভালোবেসে তার সন্তানকে বলে,বাবা তুমি ছাড়া মোরা ফাকা ।
বড় হলে মোদের দিও কিণ্তু হাজার হাজার টাকা ।
স্বার্থেরই কারনে মানুষ,মানুষকে করে খুন ।
তাই তো নুন খেয়ে অনেকে অনেকের গায় গুন ।
স্বার্থের কারনে মানুষ ভাঙ্গা ছাদের উপর করে ভর ।
আমি আর কি বলব,আমি নিজেই যে এক বিশাল স্বার্থপর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.