নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সবই ভূল

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩

ভূল ভূল সবই ভূল,তুমি আমি সবই ভূল ।
তুমি কী দেখনি আকাশের চাহনি?
বিকট গর্জন নব সে সূর,আছে ভরপুর ।
সে ও ভূল!,
ভূল,ভূল সবই ভূল ।
তুমি কী দেখনি নদীর ও পানি?
জাহাজ ভরা মানুষের করে প্রানহানী,
সে ও ভূল ।
ভূল সবই ভূল ।
একবার তাকিয়ে দেখ চাঁদে,
তার কলঙ্ক যেন নিরবিচ্ছিন্য ভাবে কাঁদে,
ভূল ভূল সবই ভূল,তুমি আমি সবই ভূল ।
শ্রেষ্ঠ জ্ঞানী মানুষের ও হয় কত ভূল,
ভূল করে টেকো মাথায় চায় কত চুল ।
ভূল সবই ভূল ।
আমি শত শত কবি দেখেছি,
শত শত কবির কবিতা দেখেছি,
তাদের কবিতার মধ্যে ও আছে অনেক ভূল,
ভূল,ভূল সবই ভূল,
তুমি আমি সবই ভূল ।
আমার কবিতা পুরোটাই ভুল ।
আদেশ করলে হয় ভূল,নিষেধ করলে হয় ভূল,
তাইতো ভূল,সবই ভূল,
জীবনটাই ভূল ।

বি:দ্র:- এই ভূল লেখা সহ উক্ত কবিতার প্রত্যেকটি ভূল বানানই ভূল । কারন কবিতার নামই “সবই ভূল” ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং ভুল কাব্য! ভালো লাগলো ভ্রাতা।

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.