নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

অমৃত বানী (অংশবিশেষ)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অমৃত বানী (অংশবিশেষ)
- মো: নিজাম গাজী

1).জ্ঞান সেখানেই
পরিচালিত,যেখানে অজ্ঞতা ও
মূর্খ্যতা বিদ্যমান ।
2).শিক্ষাগত যোগ্যতার
ভিক্তিতে মানুষের
প্রতিভা পরিমাপ
করা,ভাঙ্গা ছেড়া
দাড়িপাল্লা দিয়ে স্বর্ন পরিমাপ
করার চেয়ে ও অন্যায় ও কলঙ্কজনক ।
3).কেউ যদি ৮ম তম নরক
খোজে,তাহলে পৃথীবিই হবে সেই
কাঙ্খিত ৮ম তম নরক ।
4).পৃথীবিতে যে ব্যক্তি সূখী,তার মত
বোকা আর গজমূর্খ্য এ দুনিয়ায় আর কেউ
নেই ।
5).অনেক কষ্টের
মধ্যে থাকলে,সামান্যতম সূখ
জীবনকে অনেক সূখ দেয় ।
6).আদর্শ পিতা মাতার অবাধ্য
সন্তান,ঈবলিসের চেয়ে ও জঘন্য ।
তবে এরা বেশ
অসহায় ও বটে ।
7).দুনিয়ার
সবচেয়ে শক্তিশালী বাধন হচ্ছে কলম
এবং কাগজের মধ্যে । কলম এবং
কাগজের
মিলনে যে শক্তি উৎপাদিত হয়,তার
চেয়ে বড় শক্তি এ দুনিয়ায় আর নেই ।
8).আগে বাস্তবকে দেখে মানুষ
সিনেমা তৈরী করত,আর এখন
সিনেমাকে দেখে মানুষ
বাস্তব তৈরী করে ।
9).একটি দেশের মধ্যে মহাবীর
যদি মুক্তিযোদ্ধারা হয়ে থাকেন,তাহলে
নিঃসন্দেহে একটি দেশে মধ্যে সবচেয়ে জ্ঞানী সাংবাদিকেরা
10)পৃথীবির প্রত্যেক ভালো ও বিখ্যাত মানুষেরা একটু একটু পাগল ।
11).আইডি হ্যক করা ধর্ষনের চেয়ে ও
অমানবিক ।
12).যে ব্যক্তি তার শশুরের করুনা গ্রহন
করে,তার মত এত বড় কাপুরুষ এ ভূবনে
আর কেউ নেই ।
13).প্রেম করা যদি আনন্দের
হয়,তাহলে প্রেম
না করা মহানান্দের । প্রেম করে
যদি কেউ
সূখী হতে পারে তাহলে সে পাগল ।
14).প্রেম ভালোবাসা মানুষের
জীবনকে নিয়ে সবচেয়ে বড়
খেলা খেলে । প্রেমিক
প্রেমিকারা হচ্ছে এ জগতের
সবচেয়ে বড় খেলোয়াড় ।
15).রেজাল্ট খারাপ
হয়েছে জেনে ও ঐ দিন যে ব্যর্থ
শিক্ষার্থী নামাজ পড়তে
পারে,তার মত এত বড় ধৈর্যশীল এ
দুনিয়ায় আর কেউ নেই ।
16).মানুষ বিখ্যাত থেকে কখনও
বিখ্যাত হয়না,বরং ছোট থেকেই
বিখ্যাত হয় ।
17).আমি যদি পৃথীবিকে নিষ্ঠুর
বলি,তাহলে পৃথীবি আমাকে বলিবে যে,সে
নিষ্ঠুর নয়,বরং পৃথীবির মানুষগুলো বড়
ভয়াবহ নিষ্ঠুর ।
18).কোন পিতার ঔরষজাত
সন্তানকে যদি কেউ অন্য
কারো দাবী করে ছিনিয়ে নিয়ে
যায়,তাতে ঐ পিতার যে কষ্ট,তার
চেয়ে ও ভয়াবহ কষ্ট কোনো লেখকের
লেখা অন্য
কেউ দাবী করলে ।
19).অন্যের লেখা যে চুরি করে,তার
মত এত বড় চোর এ দুনিয়ায় আর কেউ নেই
20).একজন মানুষ বিখ্যাত হওয়ার পিছনে তার শত্রুর ভূমিকাই অগ্রগন্য ।
21)আমার জীবনের সবচেয়ে বড়
শত্রুই,আমার জীবনের সবচেয়ে বড়
শিক্ষক।
22)কারও
যদি পরাধীনতা ভালো লাগে,তাহলে সে যেন
প্রেম করা শুরু করে।
23)যারা মুক্তিযোদ্ধা ও
সাংবাদিকদের অপমান
করে,তাদের মত এত বড় দেশদ্রোহী
ও কুলাঙ্গার এ ভূবনে আর কেহ নেই ।
24)হলে তুমি সুশিক্ষিত বা অশিক্ষিত
হও,কিণ্তু কুশিক্ষিত বা অর্ধশিক্ষিত
হয়োনা ।
25).অসুন্দর ব্যক্তিরা সবসময় সুন্দরের
প্রতি আকৃষ্ট থাকে,আর সুন্দর
ব্যক্তিরা সুন্দর ও অসুন্দর উভয়ের প্রতিই
আকৃষ্ট থাকে ।
26).অধীক দুঃখের
মধ্যে থাকলে,ছোটখাটো দুঃখ
জীবনকে মোটেও প্রভাবিত করে না
। আবার অধীক সূখের
মধ্যে থাকলে,ছোটখাটো দুঃখ
জীবনকে মারাক্তকভাবে
প্রভাবীত করে ।
27).যাদের মূল্যবান
লেখাগুলো কালের
অতলগর্ভে হারিয়ে যায়,তারা যেন
অত্যাচারী পিতার অবহেলীত
সন্তান ।
28). কোন বিশেষজ্ঞ ব্যক্তিকে ঐ বিষয়ে জ্ঞান দিতে যাওয়া খরস্রোতা নদীকে জলদান করার চেয়েও ভয়াবহ অন্যায় ও পাগলামি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

খেলাঘর বলেছেন:


" 4).পৃথীবিতে যে ব্যক্তি সূখী,তার মত
বোকা আর গজমূর্খ্য এ দুনিয়ায় আর কেউ
নেই । "

-ইডিওটিক কথা; আসল কথা হলো, পৃথিবীতে যেই ব্যক্তি সুখী, সেই সুখী, পিরিয়ড

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

শাহরীয়ার সুজন বলেছেন: “আইডি হ্যক করা ধর্ষনের চেয়ে ও
অমানবিক” :#) মজারু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.