নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

বেসেছিলাম ভালো তোমায় যতনে,
তাই বুজি আজিকে পড়েনা আমায় মনে ।
আমাকে কাদাইয়া তুমি লহো হাসিয়া,
লাভ কি হল প্রেয়সি তোমায় ভালবাসিয়া?
তোমার সেই স্বর্গীয় মুখখানি,
আজিকে কেড়েছে মম সুখখানী ।
তোমার সেই জান্নাতি নেত্র দুটি,
আজিকে আমায় দিয়েছে অকাল ছুটি,
তুমি ধ্বংস করেছ প্রিয়া আমাদের স্বর্গের জুটি ।
মনে পড়ে তোমার সেই কাজল কালো কেশগুলো,
আজিকে আমার জীবন করিছে এলেমেলো ।
ইচ্ছে হয় আবারো,
ভালোবাসি তোমায় হে প্রিয় ।
বারে বারে পড়ে মনে তোমারই স্মৃতি,
বলো লাভ কি হল করে প্রীতি?
ভালো থেকো,থেকো তুমি স্বর্গে,
আমায় পাবে তুমি কোন এক মর্গে ।
জানি তুমি মদালসা,
তাই বুজি কাড়িলে মম ভালবাসা ।
তুমি গিয়েছ আমায় ছাড়ি,
তাই আজিকে আমি মরি ।
দু:খ একেছি আমি,আর তুমি এখন সুখ আঁকো,
প্রেয়সী তুমি অনেক ভালো থেকো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.