নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমি হীন

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

আমি ছোটলোক,আমি কাপুরুষ,আমি যে হীন,
আমি বন্দি,আমি নিঃস্ব,আমি যে পরাধীন ।
আমি মূর্খ্য,আমি বখাটে,আমার অস্তিত্ব হয়ছে বিলীন,
আমি আলো নয়,আমি ভালো নয়,নয়তো আমি স্বাধীন ।
আমি নিচু,আমি ছোট,আমি যে আঁধার,
কেউ যে আমার আপন নয় সবাই যে আমার পর ।
আমি কন্টক দূর্গন্ধ,আমি নষ্ট,আমি যে পথভ্রষ্ট,
এবুকে কোন শান্তি নেই,শুধু কষ্ট আর কষ্ট ।
আমি অশিক্ষিত,আমি মূর্খ্য,বিন্দুমাত্র নেই কোন আমার জ্ঞান,
আমার নেই কোন সম্মান,শুধু পাই অপমান ।
আমি চোর,আমি ভীত,আমি যে কালো,
চেহারাটা নষ্ট,কুৎসিত কদাকার,দেখায়না যে আমায় ভালো ।
আমি অশালীন,আমি বেহায়া,আমি যে কুম্ভিলক,
আমি যে অমাবশ্যার রাত,আমি যে আধার,নয়তো আমি ঝকমক ।
আমি ভীরু,আমি হীন,আমি যে মাকালফল,
আমি কদ্বাকীর্নের কদ্বাকীর্ন,আমি নিষ্ঠুর,আমার চোঁখে নেই যে কোন জল ।
আমি বদমায়োশ,আমি স্বার্থপর,আমি যে শোধ করিতে পারিবোনা কাহারও ঋন ।
আমি বেঈমান,আমি প্রতারক,আমি যে সত্যিই হীন ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.