নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

মা মাগো

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

মা,মাগো তুমি কি জাদু জানো?বার বার আমি তোমায় বলি যে আমার কাছে যথেষ্ট পরিমান টাকা আছে,কিণ্তু তারপর ও তুমি বুঝো কিভাবে যে আমার কাছে আসলেই কোন টাকা নেই?আমি কষ্টে থাকলে তুমি বুঝ কিভাবে যে আমি কষ্টে আছি?মাগো,ওগো আমার জন্মধারীনি,গর্ভধারীনি শ্রদ্ধেয়া আম্মাজান তুমি আমাকে এত ভালোবাসো কেন?কই আম্মাজান আমিতো তোমায় এতটা ভালোবাসিনা?মাগো তোমাদের কাজকর্ম ও বড় আজব । নিজে না খেয়ে তুমি আমাদেরকে কেন খায়াও?আম্মাজান আমার বয়স তো একুশ কিণ্তু তারপরে ও তুমি আমায় শিশু ভাবো কেন?মাগো তোমার পায়ের তলে আমায় ঠাই দাও না মাগো । মা,মা তোমার ঐ চিরচেনা বেহেশতি কণ্ঠ দিয়ে আমায় একবার নিজু বলে ডাক দাওনা মা । মাগো তুমি ছাড়া পৃথীবির প্রত্যেকটা মানুষ এতো নিষ্ঠুর কেন?মা তুমি কি আর আমাকে তোমার কোলে জড়িয়ে ধরে চুমা দিবানা?পাতিলের তলার কালী আর শরিষার তেল দিয়ে কি আর তুমি আমার কপালে বড় এক কাজলের ফোটা দিবানা?মাগো সৃষ্টিকর্তাকে একটু বলনা আমায় ছোট করে দিতে । আম্মাজান তোমার সাদাসিদে অম্বরির সুভাসযুক্ত মুখখানা দিয়ে একটা হাসি দাও না আম্মাজান । আম্মাজান তোমার স্বামী,আমার জন্মদাতা পিতাটা ও তোমার মতো ভালো । পৃথীবিতে তোমরা অমর হয়ে থাকো । আমায় ক্ষমীয় তোমরা |

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

সরকার কুমার বলেছেন: আপনার লেখাটি পড়ে ভাললাগল।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

আরজু পনি বলেছেন:

আবেগী হয়ে গেলাম ।

মায়ের জন্যে অনেক সালাম রইল ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.