নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ছোটকাল

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

ছোটকাল ছিল কত মধুর কতনা আনন্দবিধুর,
কিণ্তু আজ শুধু আধার,নেই কোন নূর ।
ছোটকালে ছিলাম কত চোর,
অন্যের কলাগাছ কাটিয়া বানাইতাম ভোঢ় ।
ভোঢ়ে উঠিয়া ভিজিতাম কত বার,
বাড়িতে গিয়ে মায়ের হাতে খেতাম কত মার ।
কত মাজাদার খেলা,কত যে স্মৃতি,
কত করেছি মারামারি,কত গেয়েছি গীতি ।
বন্ধুদের নিয়ে সেই আগোছালো খেলাধুলা,
আজও হৃদয় কোঠরে আঘাত দেয় লেগে আছে যেন ধূলা ।
কিণ্তু আজ ওরা হারিয়ে গেছে,চলে গেছে দূরে,
আজ আর বাজেনা বাঁশি একই সূরে ।
আজ চাইনা আমি বীরত্ব,চাইনা আমি যৌবন,
বারবার ছোটকালের দিকে ছুটে যায় মোর মন ।
দাও দাও তুমি ফেরত দাও আমায় ছোটকাল,
আজ আমায় ছোট করে জীবনটাকে করে দাও লাল ।
জানি আর ফিরে আসবেনা সেই ছোটকাল জীবনে,
তবুও আমি স্মরন করবো মরনে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

আজমান আন্দালিব বলেছেন: সবার ছোটবেলা আপনার মত এমন মধুময় নয়। কবিতা ভালো হয়েছে। কিছু টাইপো আছে.,.ঠিক করে নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.