নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমি বীর

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

আমি মহাপুরুষ,আমি বিখ্যাত,আমি যে বীর।
আমি গতিমান,আমি আলো,নয়তো আমি ধীর।
আমি বন্যা,আমি ঝড়,আমি যে তুফান।
আমার ভয় নেই,জয় আছে,আছে সম্মান।
আমি মহাসেন,আমি আইলা,আমি যে সিডর।
পৃথীবিটাকে আমি চুরমার করব,নেই কোন আমার ডর।
আমি সূর্য,আমি চন্দ্র,আমি যে এক উজ্জল বাত্বি।
আমি শিক্ষিত,আমি জ্ঞানী,আমি যে এক বিখ্যাত জাতী।
আমি সম্মানি,আমি অগ্নি,আমি যে তুফান ।
প্রয়োজনে আমি কেড়ে নিতে পারি হাজার হাজার প্রান।
আমি চালাক,আমি চতুর,আমি যে জ্ঞানী।
সবাই আমায় স্যালুট করে,আমি যে বিখ্যাত প্রানী।
আমি সুন্দর,আমি আলো,আমি যে অস্থির।
আমি সব পুরুষের সেরা পুরুষ,আমি যে মহাবীর ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

খেলাঘর বলেছেন:

আপনি সবকিছু, এবং কেহ নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.