নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

উত্তরপত্র ফিরিয়ে দেওয়া উচিৎ

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

আসলে প্রত্যেকটি পাবলিক পরিক্ষার উত্তরপত্র (খাতা) ফলাফল প্রকাশিত হওয়ার পরে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া উচিৎ । এরকম নিয়ম করলে শিক্ষাটা আরো স্বচ্ছ হতো । পরীক্ষকগন ও স্বচ্ছভাবে খাতা বা উত্তরপত্র মূল্যায়ন করতেন । দূর্নিতী দূর হতো । তাছাড়া একজন শিক্ষার্থী তার উত্তরপত্র দেখে তার সকল দুর্বলতা ও সবলতা বুঝতে পারতো । অনেক কিছু শিখতে পারতো । আমার বিশ্বাস এরকম নিয়ম করলে শিক্ষাটা খুবই স্বচ্ছ হতো ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

ইমরান আশফাক বলেছেন: পাবলিক পরীক্ষা ৩টার পরিবর্তে ২টা করা উচিৎ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

আজমান আন্দালিব বলেছেন: ফাঁকিবাজ শিক্ষকদের সমস্যা হবে তাহলে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

মো: নিজাম গাজী বলেছেন: ঠীক বলেছেন জনাব । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.