নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

নিঃস্ব আমি

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

জন্ম হয়ে দেখিলাম আমি মায়েরই মুখ
মায়ের মুখখানা দেখে এ জীবনে পাইলাম কতো সুখ ।
আমার প্রতি মায়ের আদর ভালবাসার ছিলনা কোনো কমতি,
মা ই ছিল আমার জীবনের জ্বলজ্বলে বাতি ।
পেতাম কতো মায়ের ভালবাসা,দেখতাম কতো তার আহাজারি,
সেই মা একদিন আমায় ছেড়ে পরকালে দিল পাড়ি ।
জন্মদাতা পিতা আমায় বেসেছিল কতো ভালো,
পিতা একদিন চলে গেল আমার জীবন করে এলোমেলো ।
পিতার পরে আমি পেয়েছিলাম বড় ভাই ও বোনকে,
ওরা ও একদিন চলে গেল কাঁদাইয়া সবাইকে ।
মেজ ভাই আমার ফেরেস্তারুপী ছিল,
সেও চলে গেল আমার জীবন করে কালো ।
ছোট বোনটা আমাকে ভালবাসিত কতো,
বোনটা ও একদিন চলে গেল,আমি কান্না করতাম শত ।
মনে পড়ে আজিকে আমার সন্তান দুটির কথা,
ওরা ও একদিন চলে গেল,মনে লাগে কতো ব্যথা ।
ভালবেসে আমি বিয়ে করছিলাম যারে,
সেও ওপারে চলে গেল আমায় নিঃস্ব করে ।
সবাইকে হারিয়ে নিঃস্ব আমার সবকিছু হয়ে গেল বৃথা,
আমি যে কবে বিদায় নেব তা জানেন ঐ বিধাতা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.