নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

একুশে ফ্রেব্রুয়ারী

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

সালাম তোমায় মহান একুশে ফ্রেব্রুয়ারী,
তুমিই বাংলা ভাষার মুক্তি,তুমিই বাংলা ভাষার তরবারি ।
সালাম রফিক,সফিউর,বরকত,
তোমরাই বাংলা ভাষার কুদরত ।
ভাষার জন্য প্রান দেওয়া এক বিরল দৃষ্টান্ত,
তোমরাই প্রান দিয়ে বাংলা ভাষাকে করেছ প্রানবন্ত ।
চিরকাল বাংলায় টিকে থাকবে তোমাদের অর্জিত বাংলা ভাষা,
তোমরাই অমর,তোমরাই আশা ।
সালাম তোমায় হে একুশে ফ্রেব্রুয়ারী,
প্রতি বছরের প্রতিটি পরেতে পরেতে তোমায় মোরা স্মরি ।
তোমাদের বাঁচাতে দরকার হলে দেব মোরা প্রান,
তবুও বাংলা ভাষায় টিকে থাকবে তোমাদেরই রক্তের ঘ্রান ।
আজ বাংলা ভাষা তোমাদের রক্তে লাল,
হে বাংলা চেয়ে দেখো পদ্মা নদীর ভাষার তরীর ঐ পাল ।
তোমরা সহ ভাষার জন্য নাম না জানা প্রান দিয়েছে অনেকে,
তাইতো আজ সবার জন্য বাসনা টানে মোদের বিবেকে ।
দরকার হলে ভাষার জন্য শত্রুদের মারবো তরবারি,
তবুও তুমি অমর মহান একুশে ফ্রেব্রুয়ারী ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.